IQNA

‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সিনেমার আয় ৯ বিলিয়ন তুমান ছাড়িয়েছে

23:26 - October 07, 2015
সংবাদ: 3383028
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সফল ও বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজদির নির্মিত ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ চলচ্চিত্র থেকে এ পর্যন্ত ৯ বিলিয়ন তুমান উঠে এসেছে।

বার্তা সংস্থা ইকনা: বিগত ৪০ দিনে ইরানের ৮৯টি সিনেমা হলে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ (সা.) সিনেমাটি প্রদর্শন হয়েছে এবং এরই মধ্যে ৯ বিলিয়ন তুমানের টিকিট বিক্রি হয়েছে।
দর্শকদের ব্যাপক চাহিদার ফলে টানা ৪০ দিন ধরে ইরানের বিভিন্ন সিনেমা হলে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে এবং এ সিনেমাটি প্রদর্শন অব্যাহত থাকবে।
3382781

captcha