বার্তা সংস্থা ইকনা: শহীদের নেতা ইমাম হুসাইন (আ.)এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীলংকার অন্যান্য মসজিদ ও হুসাইনিয়ার পাশাপাশি সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে দশ দিন ব্যাপী বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পবিত্র মুহাররম মাসের প্রথম দশ দিনে স্থানীয় সময় ১৯টা থেকে ২১টা পর্যন্ত ইরানী কালচারাল সেন্টারে যিয়ারতে আশুরা সহ আহলে বাইত (আ.) বিশেষ করে ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা, মর্সিয়া এবং নওহা পাঠ করা হবে।
উক্ত শোক মজলিশে অংশগ্রহণ করার জন্য আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
3383699