IQNA

মুহাররমের প্রথম দশ দিনে শ্রীলংকায় বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে

23:43 - October 11, 2015
সংবাদ: 3384258
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং শহীদের নেতা ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীলংকার বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়াতে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শহীদের নেতা ইমাম হুসাইন (আ.)এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীলংকার অন্যান্য মসজিদ ও হুসাইনিয়ার পাশাপাশি সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে দশ দিন ব্যাপী বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পবিত্র মুহাররম মাসের প্রথম দশ দিনে স্থানীয় সময় ১৯টা থেকে ২১টা পর্যন্ত ইরানী কালচারাল সেন্টারে যিয়ারতে আশুরা সহ আহলে বাইত (আ.) বিশেষ করে ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা, মর্সিয়া এবং নওহা পাঠ করা হবে।
উক্ত শোক মজলিশে অংশগ্রহণ করার জন্য আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
3383699

captcha