বার্তা সংস্থা ইকনা: ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুবিয়া শেখ উক্ত সেমিনারে বক্তৃতা রাখেন। তিনি বলেন: মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সৎ উপায়ে অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন।
ভারতের মুসলমানদের কুরআন শিক্ষা অর্জনের ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন: হযরত মুহাম্মাদ (সা.)এর উপর প্রথম যে শব্দটি নাজিল হয়েছে সেটি হচ্ছে ‘একরা’ এবং এর মাধ্যমে মহান আল্লাহ পবিত্র কুরআন পড়ার গুরুত্বকে বুঝিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, মানুষ পবিত্র কুরআন শিক্ষার ব্যাপারে সচেতন নয়।
ভারতের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সদস্য ফাজা নারুয় বলেন: মহান আল্লাহ পবিত্র কুরআনে একটি সুষ্ঠু জীবন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। পবিত্র কুরআনের মাধ্যমে আমাদেরকে উত্তম পথে জীবন পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল প্রকার খারাপ কাজ তখা মিথ্যা, চুরি, সহিংসতা প্রমুখ আমাদেরকে দুরি করতে বলেছে।
3438896