বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি মিশরের আওকাফ মন্ত্রণালয়ের নিকট সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের প্রচলিত ভাষা তথা জার্মান, ইতালিয়ান এবং ফরাসি ভাষায় অনুবাদকৃত কুরআন প্রিন্ট করার জন্য আহ্বান জানিয়েছে।
বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদ পরিকল্পনার মাধ্যমে জার্মান, ইতালিয়ান এবং ফরাসি ভাষায় পবিত্র কুরআনের বিভিন্ন তাফসির, ইসলামিক গ্রন্থ ও কবিতার গ্রন্থও প্রিন্ট করা হবে।
ধর্মীয় গ্রন্থসমূহ প্রিন্ট করে সুইজারল্যান্ডের যুবকদের মধ্যে বিতরণ করা হবে। যাতে তরা চরমপন্থি দলের চিন্তা-ভাবনা থেকে দুরে থাকে এবং এসকল দলকে বর্জন করে।
সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাবকে দ্রুত বাস্তবায়নের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের আওকাফ মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়ে।
মুহাম্মাদ মোখতার জানিয়েছেন, এসকল গ্রন্থ মিশরের ভাষা এবং ইসলামিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের অনুবাদ কেন্দ্রে প্রিন্ট ও প্রকাশ করা হবে।
3458345