বার্তা সংস্থা ইনকা: মসজিদুল হারামের কুরআন ও গ্রন্থ অধিদপ্তরের প্রধান মোহাম্মাদ আল সিলানী ৩০শে নভেম্বর ঘোষণা করেছেন: মসজিদুল হারামের বিভিন্ন প্রাঙ্গণে ৭৫টি ভাষায় অনুদিত ১০ লাখ পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হবে।
তিনি বলেন: চলতি বছরে ওমরা হজ চলাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের মধ্যে এ সকল অনুদিত কুরআন শরিফ বিতরণ করা হবে।
এ পদক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে তিন বলেন: ওমরা হজ করতে আসা হাজিদের পবিত্র কুরআনের প্রতি অকৃষ্ট ও কুরআন তেলাওয়াতের জন্য তাদের ইচ্ছাকে বৃদ্ধি করানোর জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মোহাম্মাদ আল সিলানী বলেন, অনুদিত কুরআন শরিফ বিতরণের জন্য কুরআন ও গ্রন্থ অধিদপ্তরের ৭৯ জন কর্মী ২৪ ঘণ্টায় মসজিদুল হারামের বিভিন্ন প্রাঙ্গণে যায়েরদের সেবার জন্য উপস্থিত রয়েছে।
তিনি আরও বলেন: ১০ লাখ অনুদিত কুরআন শরিফের পাশাপাশি আরবি, উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফরাসি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুদিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং বিভিন্ন বিষয়ের ওপর বৈজ্ঞানিক পুস্তিকা ও গাইডেন্সও হাজিদের মাঝে বিতরণ করা হবে।
এছাড়াও "আইফোন" অথবা "অ্যান্ড্রয়েড" মোবাইল ব্যবহারকারী সকল যায়েরগণ পবিত্র কুরআনের ইলেক্ট্রনিক কপি ডাউনলোড করতে পারবে বলে জানিয়েছেন মোহাম্মাদ আল সিলানী।