IQNA

বাহরাইনের তিন কিশোরের বিচার/ ইসরাইলে বাহরাইনের রাষ্ট্রদূত নিয়োগ

20:48 - June 29, 2021
সংবাদ: 3470218
তেহরান (ইকনা): বাহরাইনের আল-ওয়েফাক ন্যাশনাল-ইসলামিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, অলে খলিফা সরকার বাহরাইনের তিনজন কিশোরকে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বাহরাইনের আল-ওয়েফাক ন্যাশনাল-ইসলামিক অ্যাসোসিয়েশনের নিজস্ব টুইটার পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৭ বছরের আলী আহমাদ খোমাইস, ১৭ বছরের মাহদী আব্দুল ওয়াহাব এবং ১৮ বছরের হাসান জাফর হাসানের বিরুদ্ধে আজকে এক আদালতে রাজনৈতিক অভিযোগে দেখিয়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বাহরাইনি উকিল ইব্রাহিম সারহানের কথা অনুযায়ী, বাহরাইনের ফৌজদারি আদালতের চতুর্থ শাখায় এই রায় জারি করেছে।

২০১১ সালে বাহরাইনের বিপ্লব শুরুর পর থেকে অলে খলিফার সুরক্ষা বাহিনী কর্তৃক ১৮,০০০ এরও বেশি নাগরিককে আটক করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সাথে সামঞ্জস্য রেখে জায়নিস্ট সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সময় আল-খলিফা সরকার এই তিনজন কিশোরকে গ্রেপ্তার করছে। এই রায়ের সাথে সাথে বাহরাইনের বাদশাহ ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক জোরদার করে সেদেশে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করেছে।

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা অলে খলিফা আজ বিকেলে কাসর আল সাফরিয়া প্রাসাদে খালিদ ইউসুফ আল-জালাহামার সাথে সাক্ষাত করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাকে একটি কূটনৈতিক মিশনের (বাহরাইনের রাষ্ট্রদূত) প্রধান হিসাবে ইহুদিবাদী ইসরাইলে নিয়োগে দিয়েছে।

আল-জালাহামা এই বৈঠকে অফিসিয়াল শপথ গ্রহণ করেছে। বাহরাইনের বাদশাহ তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার প্রতি আশা প্রকাশ করেছে যাতে জালাহামা এই দু’দেশের সন্ধি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করতে সফল হয়।

বাহরাইনের বাদশাহের এই বৈঠক, ইহুদিবাদী ইসরাইলের তাদের দূতাবাসের উদ্বোধন এবং আমিরাতে ইসরাইলেরে পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে এটাই প্রতীয়মান যে তারা নিপীড়িত ফিলিস্তিনের বিপক্ষে কাজ করছে। বাহরাইনের বাদশাহের এধরণের পদক্ষেপের জন্য সেদেশের জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছে। iqna

 

captcha