IQNA

কাবুলে ব্যর্থতার দায়ে বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

21:26 - August 16, 2021
সংবাদ: 3470513
তেহরান (ইকনা): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে তালেবানের বিজয় এবং যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য জো বাইডেনকে দুষছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে তিনি (বাইডেন) যা ঘটতে দিয়েছেন, সে কারণে লজ্জায় তার পদত্যাগ করা উচিত।

ট্রাম্প মনে করেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ভিন্নভাবে এবং সফলতার সঙ্গে করতেন।

অন্যদিকে ট্রাম্পের পাল্টা সমালোচনা করা হয়েছে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। তাদের দাবি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে ট্রাম্পের আমলে।

অবশ্য আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ঠিক করার ক্ষমতা বাইডেনের হাতে ছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করছেন, আফগান বাহিনীর সামর্থ্য আরো বেশি বলে ধারণা করেছিলেন তারা।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমাদের ধারণার চেয়ে দ্রুতগতিতে আফগানিস্তান সরকারের পতন ঘটে গেছে।
সূত্র : ডেইলি মেইল।

captcha