IQNA

আশুরা উপলক্ষে মোদির টুইট

14:25 - August 21, 2021
সংবাদ: 3470533
তেহরান (ইকনা): দশম মহররম তথা ইমাম হুসাইন হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী শিয়াদের তৃতীয় ইমামের (আ.) সাহসিকতা এবং নবী ও আল্লাহর সাথে তাঁর অঙ্গীকারের প্রশংসা করে টুইট করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন: “আমরা হযরত ইমাম হুসাইন (আ.)এর আত্মত্যাগকে স্মরণ করি এবং তাঁর সাহসের পাশাপাশি ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করি”।

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন: “তিনি শান্তি ও সামাজিক সমতার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন”।

নরেন্দ্র মোদী তার বার্তায় যোগ করেছেন, "সাম্য ও ন্যায়বিচারের উপর ইমাম হুসাইন (আ.) যে গুরুত্বারোপ করেছেন তা অনেক মূল্যবান এবং অনেকের কাছে এটা আশার উৎস।"

ভারতের প্রধানমন্ত্রী এর পূর্বেও ইমাম হুসাইন (আ.)এর স্মরণে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ভারতের শিয়া মুসলমানেরা মহররম ও সাফার মাসে বিশেষ করে আশুরার দশ দিন (মহররম মাসের প্রথম দশ দিনে) বিভিন্ন শোকানুষ্ঠান এবং বিশেষ কর্মসূচি পালন করে।

মহররম মাসে ভারত জুড়ে বিভিন্ন মসজিদ, হোসেনিয়া এবং ধর্মীয় কেন্দ্রে আহলে বাইত (আ.)-এর পরিবারের প্রতি ভালবাসা ও ভক্তি প্রকাশের জন্য লক্ষ লক্ষ শিয়া এবং আহলে সুন্নতের অনুসারিদের উপস্থিতি প্রত্যক্ষ করা যায়।

ভারতে মোট জনসংখ্যা ১৪০ কোটির মধ্যে সাড়ে ২২ কোটি মুসলমান এবং মোট মুসলমানদের মধ্যে ৩৫ শতাংশ শিয়া।

এছাড়াও, ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ এবং চিন্তাবিদদের মধ্যে ইমাম হুসাইন (আ.)-এর আন্দোলনের অনেক সমর্থক রয়েছে এবং এ বিষয়ে ভারতীয় চিন্তাবিদদের কাছ থেকে অমীয় বাণী প্রকাশিত হয়েছে।

ভারতের বিভিন্ন শহর ও অঞ্চলে হাজার হাজার শিয়া মুসলমান এবং আবা আব্দুল্লাহ আল-হুসাইন (আ.)-এর প্রেমিকদের উপস্থিতিতে এই বছর হুসাইনির তাসুয়া (মহররম মাসের নবম দিন) ও আশুরার (মহররম মাসের দশম দিন) শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  iqna

captcha