
আল-মদিনা পত্রিকার বরাত দিয়ে ইকনা জানায়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কুরআন শিক্ষা কেন্দ্র ২০২৫ সালে তাজবীদের নিয়ম অনুযায়ী কুরআন তিলাওয়াত শিক্ষা, বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে তাৎক্ষণিক সংশোধন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষা প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৮৮টি দেশ থেকে মোট ১৫,২০১ জন ছেলে-মেয়ে এই কেন্দ্রের শিক্ষা গ্রহণ করেছেন। এটি কেন্দ্রটির বিশ্বব্যাপী প্রভাব এবং বিভিন্ন শ্রেণির কুরআন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা প্রদানের সক্ষমতার প্রমাণ।
কেন্দ্রে ৮০ জন পুরুষ ও মহিলা শিক্ষক অংশ নিয়েছেন। তারা মোট ৩,৪২৪ ঘণ্টা শিক্ষাদান করেছেন এবং ২৩,২২৯ পৃষ্ঠা কুরআন শিক্ষা দিয়েছেন—বিশেষভাবে তাজবীদের নিয়ম ও সঠিক উচ্চারণের ওপর জোর দিয়ে।
এই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল শিক্ষণ সরঞ্জাম উন্নয়নের প্রতিশ্রুতির অংশ। কেন্দ্রটি দূরবর্তী অঞ্চল বা যেখানে সরাসরি শিক্ষার সুযোগ নেই সেসব দেশের শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য কুরআন শিক্ষার সুযোগ বাড়িয়েছে।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কুরআন শিক্ষা কেন্দ্র কুরআনের সেবা, কুরআনী বিজ্ঞানের প্রচার ও বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও দাওয়াতি দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় একটি সরকারি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা মক্কা মুকাররমার প্রধান শহরে অবস্থিত। রাজকীয় আদেশে ১৯৮১ সালে শরিয়া অনুষদের সাথে একীভূত করে এটির নামকরণ করা হয়। 4327390#