
আল-আমা নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, সাবির ভাটিয়া চিঠিতে ভারতে মুসলিম, দলিত, খ্রিস্টান এবং উত্তর-পূর্ব ভারতের জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদ ও সহিংসতার বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।
তিনি ত্রিপুরার ২৪ বছর বয়সী এমবিএ ছাত্রী অঞ্জল চাকমার নৃশংস হত্যার কথা উল্লেখ করেন। দেরাদুনে বর্ণবাদী উদ্দেশ্যে চালানো এই হত্যাকাণ্ডকে তিনি “ভারতের আত্মার জন্য একটি ট্র্যাজেডি” বলে বর্ণনা করেন। তিনি বলেন, চাকমা শুধু তার চেহারার কারণে প্রাণ হারিয়েছেন।
ভাটিয়া উল্লেখ করেন যে, উত্তর-পূর্ব ভারতের মানুষ ভারতের প্রতি পূর্ণ অনুগত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বর্ণবাদী হামলার শিকার হয়ে আসছেন।
তিনি সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ধিত সহিংসতার প্রসঙ্গে চাকমার হত্যাকে দেশের গভীর সামাজিক অসমতার একটি প্রতীক হিসেবে উল্লেখ করেন।
ভাটিয়া প্রধানমন্ত্রী মোদির কাছে নির্দিষ্ট পদক্ষেপের দাবি জানান, যেমন:
তিনি দেশব্যাপী জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্মানের মূল্যবোধ প্রচারের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালুরও আহ্বান জানান।
চিঠির শেষে ভাটিয়া ভারতকে এই সংকটের মোকাবিলায় সততা ও সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন: যে দেশ বিশ্ব নেতৃত্বের স্বপ্ন দেখে—সেখানে বৈচিত্র্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। 4327432#