IQNA

হুথি প্রধানের বক্তব্য;

কুরআনের প্রতি অন্তর্দৃষ্টি থাকার কারণে আক্রমণকারীদের মোকাবেলা করতে সক্ষম হচ্ছে ইয়েমেনি জাতি

19:28 - September 03, 2021
সংবাদ: 3470604
তেহরান (ইকনা): ইয়েমেনর হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান গুরুত্বারোপ করে বলেছেন: ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের পিছনে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের স্বার্থ লুকিয়ে আছে। আর ইয়েমেনী জাতি পবিত্র কুরআনের প্রতি অন্তর্দৃষ্টি থাকার কারণে এসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হচ্ছে এবং তারা শত্রুদের ষড়যন্ত্র ব্যার্থ করে পুরো দেশকে স্বাধীন করবে।

ইয়েমেনর হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, আমেরিকা ও ইসরাইলের হয়ে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে কাজ করছে সৌদি আরব এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে যে অন্যায় কর্মকাণ্ড চালানো হয় তা পুরো মুসলিম বিশ্বের ধর্মীয় বিশ্বাস, নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদার জন্য বিপজ্জনক ঝুঁকি। এসব কাজে নিঃসন্দেহে সহযোগিতা করছে সৌদি আরব। গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশন বক্তৃতায় আব্দুল মালিক আল হুথি এসব কথা বলেন।

তিনি বলেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার প্রধান সুবিধাভোগী ওয়াশিংটন ও তেল আবিব।

হুথি আন্দোলনের প্রধান আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার আৃগ্রাসনের বিরুদ্ধে নায্য সংগ্রাম করছেন তারা। এই সংগ্রামে হুথি আন্দোলন ব্যর্থ হলে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইল সামরিক ঘাঁটি গড়ে তুলবে। iqna

captcha