IQNA

ইসরাইলের হাই সিকিউরিটি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের পালিয়ে যাওয়ার ভিডিও

20:48 - September 07, 2021
সংবাদ: 3470632
তেহরান (ইকনা): জায়নিস্ট মিডিয়ার বরাত দিয়ে আরব গণমাধ্যম জর্ডান সারায়া নিউজ ইহুদিবাদী ইসরাইলের জালবু কারাগারে টানেল খুড়ে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাওয়ার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে কারাগারের বাইরে থেকে বন্দীদের বেরিয়ে যাওয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ইহুদিবাদী ইসরাইলের জালবু কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বীর পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনার পর ইহুদিবাদী সেনারা পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালিয়ে বার্থ হয়েছে।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য। ছয় ফিলিস্তিনির মধ্যে পাঁচজন পশ্চিম তীরের জেনিন শহরের এবং একজন দেইর আল-বাশা শহরের অধিবাসী।

ইসরাইলের ক্যান নিউজ আজ একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে জালবুর উচ্চ নিরাপত্তা কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দীর পালানোর গ্রাফিক্যালি ভিডিও নির্মাণ করেছে। iqna

captcha