IQNA

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্রের মুখে অপারেশন হার্ড রিভেঞ্জের বিবরণ

19:09 - September 18, 2021
সংবাদ: 3470688
তেহরান (ইকনা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল “ইয়াহিয়া সারিয়ি” মা'রিব প্রদেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের বিবরণকে সৌদি আগ্রাসনকারী এবং তাদের ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে "অপারেশন হার্ড রিভেঞ্জ” (কঠিন প্রতিশোধ)" হিসেবে বর্ণনা করেছেন।

ইয়েমেনের তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আরো ১,৬০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। মা’রিব প্রদেশে গত কয়েক মাস ধরে যে বিশাল সামরিক অভিযান চলছে তার আওতায় এই বিরাট এলাকা ভাড়াটে সন্ত্রাসী মুক্ত হলো।

গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। এ সময় তিনি সামরিক অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, “বহুমুখী অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা মা’রিব প্রদেশ মুক্ত করার জন্য নতুন অধ্যায় শুরু করেছেন। সামরিক ভূগোল অনুযায়ী আমাদের সেনারা নতুন পথ উন্মুক্ত করেছেন এবং বিশেষ কিছু কৌশল অনুসরণ করছেন।”

জেনারেল সারিয়ি বলেন, যদিও বহুমুখী অভিযান শুরুর ব্যাপারে প্রথমদিকে ঘোষণা দেয়া হয় নি তবে ইয়েমেনের জনগণ প্রায় প্রতিদিন যুদ্ধের বিস্তারিত খবরাখবর পাচ্ছে।

তিনি জানান, মা’রিব প্রদেশের যে সমস্ত এলাকা দখলমুক্ত করা হয়েছে সেখান থেকে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদেরকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ইয়েমেনের সামরিক বাহিনী মা’রিব প্রদেশের প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর এবং ঘাঁটিগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

ইয়াহিয়া সারিয়ি আরো জোর দিয়ে বলেন যে, সৌদি আগ্রাসী জোট অপারেশন “আল-বাসুশ শাদিদ” চালানোর সময় ইয়েমেনি জনগণের বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছিল, ইয়েমেন সেনাবাহিনী ৩২৯০টি বিমান হামলা পর্যবেক্ষণ করেছিল যার লক্ষ্য ছিল ইয়েমেনি বাহিনীর অগ্রযাত্রা রোধ করা এবং এদেশের বেসামরিক ব্যক্তির উপর হামলা চালানো।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন যে, এই অভিযান ২০২০ সালের মার্চ থেকে সেই বছরের নভেম্বর পর্যন্ত চালানো হয়েছে। এই অভিযানে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে গনিমত হিসেবে প্রচুর পরিমাণে ভারী অস্ত্র জব্দ করা।
তিনি আরও বলেন: "এই অভিযানে শত্রুর পক্ষের ৩০০০ সেনা নিহত এবং ১ লাখ ২৪ হাজার আহত এবং সৌদি আরবের ৫৫০ জন ভাড়াতে সৈন্যকে বন্দী করা হয়েছে।“

তিনি বলেন, অভিযান চলাকালীন সময় ইয়েমেনের প্রায় ১6০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়াও, এই অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে মা'রিব প্রদেশের মাদগাল এবং মাজ্জারের দুটি অংশের মুক্তি।

ইয়াহিয়া সারিয়ি এই অভিযানে জন্য মা’রিব প্রদেশের জনগণের লড়াইয়ের ভূমিকার প্রশংসা করেছে বলেন: এই যুদ্ধে আমাদের লক্ষ্য হল ইয়েমেনের ভূখণ্ডকে মুক্ত করা, কিন্তু সশস্ত্র ভাড়াটে সৈন্যরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য ইয়েমেনের জনগণের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। iqna

captcha