IQNA

তেহরানের জুমার খতিব;

 ঐক্যের বিষয়টি হালকাভাবে নিলে চলবে না

21:00 - October 22, 2021
সংবাদ: 3470858
তেহরান (ইকনা): দীর্ঘ প্রায় ২০ মাস পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান ও বেশিরভাগ প্রদেশে আজ শহরগুলোর জুমার নামাজের প্রধান কেন্দ্রগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

করোনায় শনাক্ত ও মৃত্যুর হার কমে আসার আবারও এসব স্থানে নামাজের অনুমতি দেওয়া হয়েছে। আজ রাজধানীতে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।  পার্সটুডে
 
তেহরানের প্রধান জামায়াতে ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি। এ সময় তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম  ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
 
তিনি বলেন, গোটা বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্যের বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না। এটি একটি মৌলিক বিষয় এবং সব মুসলমান একে অপরের ভাই।
 
ইরানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে তেহরানে ঐক্য সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা। এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষক নির্বাচন করে 'মুস্তাফা পুরস্কার' দেওয়া হয়েছে। iqna
 
 
captcha