IQNA

সোমালিয়ায় জাতিসংঘের নিরাপত্তা কনভয়ে আল-শাবাবের হামলায় নিহত ৮

14:08 - November 26, 2021
সংবাদ: 3471035
তেহরান (ইকনা): জাতিসংঘের একটি নিরাপত্তা কনভয়কে লক্ষ্য করে শক্তিশালী গাড়িবোমা হামলায় কমপক্ষে আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। গতকাল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্কুল শিক্ষার্থীরাও আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা।

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের চারপাশে গুলির শব্দ শোনা গেছে।
 
পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, আটজন নিহত এবং ১৩ শিক্ষার্থীসহ ১৭ জন আহত হয়েছে। তিনি বলেন, বিস্ফোরকভর্তি একটি এসইউভি (স্পোর্টি ইউটিলিটি ভেহিক্যাল)-তে থাকা এক আত্মঘাতী বোমা হামলাকারী জাতিসংঘের একটি নিরাপত্তা কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়।
 
আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিস্ফোরণে আহত অন্তত ২৩ জনকে সরিয়ে নিয়ে গেছে আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন।
 
বিশাল বিস্ফোরণে নিহত বা আহতদের মধ্যে জাতিসংঘের কোনো কর্মী ছিল কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি স্কুল অতিক্রম করার সময় কনভয়টিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
 
জাতিসংঘের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আল-শাবাবের সামরিক মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব হামলার বিষয়টি নিশ্চিত করেন।
 
ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আল-শাবাব বহু বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীটি তার আন্দালুস রেডিওর দ্বারা পরিচালিত একটি বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবারের আক্রমণটি আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষা কনভয় ও পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে। iqna

 

captcha