IQNA

শহীদ কাসেম সোলাইমানির শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে মানববন্ধন ও আলোচনা সভা

20:11 - December 31, 2021
সংবাদ: 3471210
তেহরান (ইকনা): মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের দিনাজপুর জেলার খয়েরপুকুর হাটে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১শে ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ইমাম মাহদি (আঃ) জামে মসজিদে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইরানের আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদি আল হাসান।

নিজ দেশ ইরানের জন্য আত্মত্যাগ, মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ গুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, ফিলিস্তিনি ও বাইতুল মুকাদ্দাস রক্ষায় জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকা ইত্যাদি বিষয় উক্ত আলোচনায় গুরুত্ব পেয়েছে।

আলোচনা সভা শেষে স্থানীয় আহলে বাইতের অনুসারীগণ খয়ের পুকুর হাট সড়কে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। মাবনবন্ধন চলাকালীন সময়ে রাস্তায় পথচারীদের মাঝে খাবার ও লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় শাহাদত বরণ করেন ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস।

#মোঃ রুস্তম আলী

 

 

 

 

captcha