IQNA

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

‘জে. সোলাইমানিকে হত্যায় আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে’

0:02 - January 01, 2022
সংবাদ: 3471213
তেহরান (ইকনা): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির সন্ত্রাস-বিরোধী শীর্ষ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। আজ (শুক্রবার) তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হত্যা করার যে অপরাধী পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে তা সন্দেহাতীতভাবে একটি ‘সন্ত্রাসী হামলা’ যা তৎকালীন মার্কিন প্রশাসনের নির্দেশে চালানো হয়েছে। আর এ দায় এখন হোয়াইট হাউজের।

 

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও আইনি মানদণ্ডে এই অপরাধের জন্য নিশ্চিতভাবে মার্কিন সরকার দায়ী।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যখন ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে নিজের দ্বৈত চরিত্র উন্মোচন করে দিয়েছে।

 

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পার্সটুডে

 

captcha