IQNA

সরকারবিরোধী সহিংসতাকে 'ন্যায়সংগত' ভাবে ৩৪ শতাংশ মার্কিনি

20:08 - January 02, 2022
সংবাদ: 3471219
তেহরান (ইকনা):অন্য রকম এক ভোটাভুটির চমক লাগানো ফল মিলল গতকাল শনিবার। এক-তৃতীয়াংশ মার্কিনি মনে করে, সরকারবিরোধী সহিংসতা কখনো কখনো 'ন্যায়সংগত'। ওয়াশিংটন পোস্ট-ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড সার্ভে প্রকাশিত এই ভোটাভুটি থেকে আরেকটি বিষয় স্পষ্ট হলো- সরকারবিরোধী এই মনোভাব আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের রাজধানী ওয়াশিংটনে একটি সহিংস হামলা চালানোর প্রায় এক বছর পরে এই জরিপের ফলাফল পাওয়া গেল। ৪০ শতাংশ রিপাবলিকান সম্মত যে কখনো কখনো নাগরিকদের পক্ষে সরকারের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়া ন্যায়সংগত। ২৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৪১ শতাংশ স্বতন্ত্রও 'পরিস্থিতিগত সহিংসতা'কে সমর্থন করে।
 
সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে নামা যারা গ্রহণযোগ্য মনে করে তাদের মধ্যে ২২ শতাংশ বলে, এটি 'ব্যক্তিস্বাধীনতায় আক্রমণ এলে ন্যায়সংগত হবে'। অন্যদিকে ১৫ শতাংশ সামরিক দখলদারি বা গণতান্ত্রিক ব্যবস্থার পতনের দিকে ইঙ্গিত করে। ৩ শতাংশ বলে, সরকার নির্বাচনের ফলাফল মেনে না নিলে সহিংসতাই 'উপযুক্ত'।
 
সম্প্রতি শতাংশগুলো বেশ বেড়েছে। ২০১৫ সালে ২৩ শতাংশ মার্কিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতাকে সমর্থন করত। তার পাঁচ বছর আগে ১৬ শতাংশ। নব্বইয়ের দশকের মাঝামাঝি এ শতাংশ ছিল মাত্র ১৩। একই জরিপে দেখা গেছে, ২৭ শতাংশ রিপাবলিকান ভোটারের তুলনায় ৬ জানুয়ারির দাঙ্গার জন্য ৯২ শতাংশ ডেমোক্র্যাট ট্রাম্পকে দায়ী করে।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
captcha