IQNA

বাগদাদে বিজয় সেনাপতিদের শাহাদতবার্ষিকী উপলক্ষে মার্কিনবিরোধী বিক্ষোভ

20:32 - January 02, 2022
সংবাদ: 3471222
তেহরান (ইকনা):  জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল মোহান্দেসের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।
২০১৯ সালে মার্কিন দূতাবাস পোড়ানোর দ্বিতীয় বার্ষিকী এবং সেইসাথে জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মোহান্দেসের শাহাদতের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে ইরাকি নাগরিকরা এই বিক্ষোভ প্রদর্শন করেছে।
 
মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগদাদসহ ইরাকের বিভিন্ন শহরে মার্কিনবিরোধী বিক্ষোভ মিছিল প্রদর্শিত হচ্ছে।
 
নাজাফ আশরাফের জুমার খতিব সাইয়্যেদ সদরুদ্দীন কাবাঞ্চি জুমার নামাজের খুতবায় বলেছেন: "বিজয়ের নেতাদের শাহাদাত বার্ষিকী উদযাপন করা নৈতিক মূল্যবোধ, জনগণের ইচ্ছা, বিশ্বাস এবং বিশ্বাসকে স্মরণ করার একটি অংশ। 
 
তিনি যোগ করেছেন: "বিজয় নেতার শাহাদাত বার্ষিকী জিহাদের ফতোয়া, বিজয় ও ঐশ্বরিক বিজয়ের স্মরণ এবং নিরাপত্তা বাহিনীর ঐক্যের প্রতি প্রতিক্রিয়ার একটি স্মারক।"
 
উল্লেখ্য যে, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় শাহাদতবরণ করেন ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেস। iqna
captcha