IQNA

মসজিদুল হারামে প্রবল বৃষ্টি + ভিডিও

18:18 - January 02, 2022
সংবাদ: 3471223
তেহরান (ইকনা): সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হঠাৎ ভারী বর্ষণের ফলে উপস্থিত সকল জিয়ারতকারীগণ অবাক হয়ে গিয়েছে।

পবিত্র কাবাঘর জিয়ারতকারী এবং ওমরাহ পালনকারীগণ ১ম জানুয়ারি শনিবার সন্ধ্যায় পবিত্র নগরী মক্কায় এবং কাবাঘরে প্রবল বৃষ্টি দেখেছেন।

 

প্রবল বৃষ্টি সত্ত্বেও ওমরাহ পালনকারীরা তাদের তাওয়াফ ও হজের আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছেন।

 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভারী বৃষ্টির ভিডিও পোস্ট করে ওমরাহ পালনকারী ও মসজিদুল হারামের মুসল্লিদের আনন্দঘন মুহূর্ত বর্ণনা করেছেন।

 

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ মেটিওরোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন উত্তর সীমান্ত এলাকা এবং মক্কা অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

 

নীচে ভিডিওতে ক্লিক করে আপনি মসজিদুল হারামে শনিবার রাতে বৃষ্টিপাতের ভিডিও দেখতে পাবেন।

iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha