IQNA

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূল এবং ইউরোপ এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়

0:01 - January 12, 2022
সংবাদ: 3471269
তেহরান (ইকনা):  ইরান আজ থেকে ১৫ বছর আগেই পৃথিবীর যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা অর্জন করেছিল । কিন্তু ইরান তা গোপন রেখেছিল । এখন ইরান তা প্রকাশ করেছে ।

এই মর্মে ইরান ১৫ বছর আগে দেওয়া জেনারেল শহীদ ড: হাসান তেহরানী মোকাদ্দামের একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রচার করেছে তাতে তিনি বলেছিলেন যে ইরান ( ১৫ বছর আগে ) পৃথিবীর যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করতে ও আঘাত হানতে সক্ষম ।
 
 
এসব সামরিক শক্তির ( ক্ষেপণাস্ত্র , ড্রোন , বোমারু বিমান , সাবমেরিন , যুদ্ধ জাহাজ , তোপ ট্যাং ইত্যাদি ) চেয়েও মহান আল্লাহর উপর ঈমান , তাওয়াক্কুল ( ভরসা ) ,নৈতিক মনোবল , উন্নত ও কার্যকর রণকৌশল , সামরিক প্রশিক্ষণ ও টেকনিক এবং মহান আল্লাহর সাহায্য অধিক গুরুত্বপূর্ণ ও যুদ্ধ বিজয়ে যুগান্তকারী ভূমিকা পালন করে । অর্থাৎ এ সব হাতিয়ার ও অস্ত্রের চাইতেও এই ঈমান , তাওয়াক্কুল ও নৈতিক মনোবল অধিক শক্তিশালী যা ইরানের সশস্ত্র বাহিনীর আছে এবং যা দুশমনদের নেই ।
 
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
১১-১-২০২২

 

captcha