IQNA

হযরত আব্বাস (আ.)এর মাযারে উম্মুল বানীনের ওফাতবার্ষিকী পালিত + ছবি

20:11 - January 16, 2022
সংবাদ: 3471292
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালায় হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারে তাঁর সম্মানিত মা উম্মুল বানীনের ওফাতবার্ষিকীর শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারের খেতাবাত বিভাগ কর্তৃক আয়োজিত এই শোক অনুষ্ঠানটি হযরত আব্বাস (আ.)-এর মায়ের ওফাতবার্ষিকী উপলক্ষে তাঁর পবিত্র মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ শনিবার থেকে টানা তিন দিন ধরে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত অব্যাহত থাকবে। উক্ত শোকানুষ্ঠানের সকালের পর্বে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম শাইখ হাদী জাঞ্জিল এবং সন্ধ্যার পর্বে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম নুসরাত কাশাকেইশ। এছাড়াও আহলে বাইয়েতর (আ.) শানে বক্তৃতা পেশ করছেন বাসিম আল-কারবালায়ী।
 
৬৪ হিজরি সালের ১৩ই জমাদিউল সানিতে মহান মহীয়সী নারী ফাতিমা বিনতে হিজাম আল-কালাবিয়া আল-আমারিয়া ইন্তেকাল করেন। ইমাম আলী ইবনে আবু তালিব (আ.) স্ত্রীর মোট চারটি ছেলে ছিল এবং সকলেই তাদের যুগের ইমাম, হযরত 
হুসাইন (আ.)এর বেলায়েতকে রক্ষার জন্য কারবালায় শহীদ হন। ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের পর তাঁর শোকে ক্রন্দন করতে করতে তিনি ইহকাল ত্যাগ করেন। তাকে মদীনার জান্নাতুল বাক্বীকে দাফন করা হয়।
 

برگزاری مراسم عزاداری ام البنین در آستام مقدس عباسی

برگزاری مراسم عزاداری ام البنین در آستام مقدس عباسی

برگزاری مراسم عزاداری ام البنین در آستام مقدس عباسی

برگزاری مراسم عزاداری ام البنین در آستام مقدس عباسی

 
captcha