IQNA

ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য কুয়েতি টেনিস খেলোয়াড়ের প্রশংসায় হামাস

20:33 - January 29, 2022
সংবাদ: 3471356
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর মুখপাত্র হাজেম কাসিম, আজ ২৯শে ফেব্রুয়ারি কুয়েতের তরুণ টেনিস খেলোয়াড় "মোহাম্মদ আল-আওয়াদি"-এর প্রশংসা করেছেন। ইহুদিবাদী শাসকের প্রতিনিধির মুখোমুখি না হওয়ার কারণে এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য। তিনি এই প্রশংসায় ভূষিত হয়েছেন।

তেহরান (ইকনা): দখলদার ইসরাইলের খেলোয়াড়কে বয়কট করায় কুয়েতের টেনিস তারকা মুহাম্মাদ আল আওয়াদিকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, কুয়েতের জনগণের মন থেকে ফিলিস্তিনিদের মুক্তি ও স্বাধীনতার ইস্যুটিকে মুছে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে তা ব্যর্থ করে দিতে পেরেছে আল আওয়াদির এই পদক্ষেপ। তিনি বলেন, মুসলিম উম্মাহর বিবেক, সম্মান ও মর্যাদা রক্ষায় এই ভূমিকা অতুলনীয়।

এর আগে ইসলামি জিহাদের নেতা দাউদ শাহাব বলেছেন, কুয়েতের টেনিস তারকা মুহাম্মাদ আল আওয়াদি ইসরাইলি প্রতিপক্ষের সঙ্গে খেলায় অংশ না নিয়ে যে মহান কাজ করেছে তা ইতিহাসে লেখা থাকবে।

গত ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব ১৪ টেনিস বিশ্বকাপের সেমিফাইনালে দখলদার ইসরাইলের প্রতিযোগীর মুখোমুখি হতে অস্বীকৃতি জানান কুয়েতের এই তারকা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি এ কাজ করেন। এর ফলে তিনি ঐ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও সর্বত্র প্রশংসিত হয়েছেন। ইসরাইলি প্রতিযোগীর সঙ্গে খেলায় অংশ নেওয়াকে পক্ষান্তরে দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেওয়া বলে মনে করেন সচেতন মুসলমানেরা। 

কুয়েতের জনগণও এই তারকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিভিন্ন শহরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিলবোর্ড টানানো হয়েছে। তাঁকে জাতীয় বীর হিসেবে অভিহিত করা হচ্ছে। iqna

captcha