IQNA

সর্বোচ্চ নেতার মন্তব্য

শত্রুদের মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতি ধ্বংস করা

20:05 - January 30, 2022
সংবাদ: 3471359
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতি ধ্বংস করা।
ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে ক্ষেপিয়ে তোলার জন্য শত্রুরা দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে আসছে। পার্সটুডে
 
সর্বোচ্চ নেতা বলেন, "দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে শত্রুরা তাদের ঘৃণ্য রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমি সব সময় বলে আসছি আপনাদের উচিত হবে না দেশের অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা পরমুখাপেক্ষী করে তোলা। অর্থনৈতিক কর্মকাণ্ডকে এমন কোনো জায়গায় নিয়ে ঠেকানো উচিত হবে না যা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে নেই।"
 
সর্বোচ্চ নেতা এ কথার মধ্যদিয়ে মূলত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করেছেন।
 
আজ (রোববার) রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। ইরানের উৎপাদক, উদ্যোক্তা ও কর্মীদেরকে অর্থনৈতিক লড়াইয়ের অগ্রণী সেনা বলেও তিনি উল্লেখ করেন।
 
সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, দেশের কর্মকর্তাদের ভিয়েনা আলোচনার সঙ্গে জাতীয় অর্থনীতিকে যুক্ত করা মোটেই উচিত হবে না। তিনি শিল্প ও পণ্য উৎপাদনকে আল্লাহর পথে লড়াই বলে উল্লেখ করেন।  iqna
captcha