IQNA

ভারতের হিজাবী নারীদের সমর্থনে মালালা

17:27 - February 09, 2022
সংবাদ: 3471406
তেহরান (ইকনা): ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। 

শিক্ষা অথবা হিজাব, যেকোনো একটি বেছে নেওয়ার শর্তকে ‘ভয়ানক’ বলে আখ্যা দেন নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ করা মালালা ইউসুফজাই।
 
মঙ্গলবার রাতে করা টু্ইটে ভারতে মুসলিম নারীদের কোণঠাসা করার নীতি বন্ধে দেশটির নেতাদের প্রতি আহ্বান জানান মালালা।
 
সম্প্রতি, কর্ণাটকের এক সরকারি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরিহিত অবস্থায় কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ইস্যুকে কেন্দ্র করে ডানপন্থী সমর্থকদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় তিন দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেয় রাজ্য সরকার।
 
স্কুল-কলেজে হিজাব পরিধানের বিষয়ে হাইকোর্টে রিট করেছে পাঁচ ছাত্রী। মঙ্গলবার রিটের শুনানি চলে। বুধবারও রিটের শুনানি চলবে।iqna
 
ভারতের হিজাবী নারীদের সমর্থনে মালালা
 
captcha