IQNA

আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র পক্ষ থেকে; 

“মহানবী'র (সা.) সুগন্ধ ফুল ইমাম হাসান মুজতাবা (আ.)” শীর্ষক গ্রন্থ প্রকাশ

5:20 - February 11, 2022
সংবাদ: 3471412
তেহরান (ইকনা): বাংলা ভাষায় অনুদিত আয়াতুল্লাহ আলী কারিমি জাহরুমির লিখিত “মহানবী'র (সা.) সুগন্ধ ফুল ইমাম হাসান মুজতাবা (আ.)” শীর্ষক গ্রন্থটি “বাংলা পাবলিশিং”-এর ২৬তম সংখ্যায় তুলে ধরা হয়েছে।

বই প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশী সমাজ ও সংস্কৃতি নিরীক্ষণের জন্য ডিজাইন করা "বাঙ্গাল পাবলিশিং"-এর ২৬তম সংখ্যায় বাংলা এবং ইংরাজি ভাষায় প্রকাশিত গ্রন্থসমূহের বিবরণ তুলে ধরা হয়েছে।
 
“বাংলা পাবলিশিং”-এর ২৬তম সংখ্যায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানী প্রকাশনায় থেকে প্রকাশিত আয়াতুল্লাহ আলী কারিমি জাহরুমির লিখিত “মহানবী'র (সা.) সুগন্ধ ফুল ইমাম হাসান মুজতাবা (আ.)” শীর্ষক গ্রন্থে বিবরণ তুলে ধরা হয়েছে। হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জীবনীর উপর লিখিত মূল্যবান এই বইটি অনুবাদ করেছেন “মোহাম্মাদ শামীম হুসাইন মীর্জা”।
 
এই গ্রন্থের লেখক ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জীবনের ঘটনাবলী মোট ১০টি অধ্যায়ে বিভক্ত করেছেন। বইটিতে ইসলামী ইতিহাসের প্রথম যুগের গ্রন্থসমূহের উদ্ধৃতি দিয়ে ইমাম হাসান মুজতাবা (আ.)-এর বরকতময় জীবনের নৈতিক গুণাবলী তুলে ধরা হয়েছে।
 
লেখক এই বইয়ে ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জন্ম, তিনি কোন পরিবেশ বড় হয়েছেন, তাঁর সাহসিকতা ও বীরত্ব, মৃত্যু ও পরকালের স্মরণ এবং তাঁর উদারতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেছেন
 
“মহানবী'র (সা.) সুগন্ধ ফুল ইমাম হাসান মুজতাবা (আ.)” শীর্ষক গ্রন্থের তৃতীয় থেক নবম অধ্যায়ে ইবাদত, নৈতিক গুণাবলী, সামাজিক সম্পর্ক, নির্দেশনা, অলৌকিক ঘটনা, রাজনৈতিক, সন্ধি এবং তাঁর শাহাদাতের ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়াও দশম অধ্যায় দোয়া, রেওয়ায়ত, খুতবা এবং কবিতার মাধ্যমে সাজানো হয়েছে। 
 
এই বাইয়ে ইমাম হাসান (আ.)-এর জীবনকে ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। উদাহরণ স্বরূপ: কেন  তিনি ২৫ বার খালি পায়ে হজ পালন করেছেন? নামাজের জন্য কেন আতর এবং নতুন কাপড় পরতেন? কেন তার জানাজায় তীর নিক্ষেপ করা হয়েছে? কেন তিনি মু’য়াবিয়ার সাথে সন্ধি করলেন? …  iqna
 
“মহানবী'র (সা.) সুগন্ধ ফুল ইমাম হাসান মুজতাবা (আ.)” শীর্ষক গ্রন্থ প্রকাশ
 
captcha