IQNA

ভিয়েনা সংলাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়বে না: ইরান

16:39 - February 28, 2022
সংবাদ: 3471498
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কূটনৈতিক দিক থেকে ভিয়েনা সংলাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
খাতিবজাদে আরও বলেছেন- কূটনীতির সঙ্গে পরিচিত সবাই এটা ভালো করেই জানে যে, এসব বিষয় নিজস্ব পন্থায় এগিয়ে যায়। অবশ্য এ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতেই পারে।পার্সটুডে
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ভিয়েনায় যা ঘটছে তা সব পক্ষের স্বার্থে অভিন্ন উপলব্ধির ভিত্তিতেই ঘটছে। এ পর্যন্ত ভিয়েনায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে পেশাদারিত্বমূলক আলোচনা হয়েছে যাতে মতপার্থক্য সত্ত্বেও একটা গ্রহণযোগ্য ফলাফল অর্জন সম্ভব হয়।
 
খাতিবজাদে বলেন-পাশ্চাত্য এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, যদিও তাদের সামনে দ্বিধা-সন্দেহ করার মতো কিছুই অবশিষ্ট নেই। তিনি আবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর গুরুত্বারোপ করেন।
 
ইউক্রেনে অবস্থানরত ইরানিদেরকে সেদেশ থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ইরানিদেরকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে। iqna 
 
captcha