IQNA

চীনে বাড়ছে করোনার সংক্রমণ, দুই বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

13:22 - March 13, 2022
সংবাদ: 3471557
তেহরান (ইকনা): চীনে আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে ৩ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত করোনাভাইরাস রোগীর সন্ধান মিলেছে। ২০২০ সালের শুরুর দিকে করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের পর দেশটিতে আর কখনই এক দিনে এত মানুষ সংক্রমিত হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার (১২ মার্চ) দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০০ জন। এর আগে  শুক্রবার দেশটিতে দেড় হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হয়েছিল।
 
তবে এরইমধ্যে সংক্রমণ রোধে ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে। সাংহাইসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীর কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা ও গণশনাক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে। এছাড়াও অনেক লোক উপস্থিত হতে পারে এমন অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুখোমুখি পাঠদান বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। সংক্রমণের ঠেকাতে চীন অবশ্য এখন আর বিস্তৃত এলাকায় লকডাউন ঘোষণা করে না। শুধু যে এলাকা বা ভবনে সংক্রমণ শনাক্ত হয় সেই এলাকা বা ভবনটিতে কঠোর লকডাউন ঘোষণা করে।
 
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৪৬৬ জন এবং মারা গেছে চার হাজার ৬৩৬ জন। এক লাখ তিন হাজার ৬০০ জন করোনা থেকে সেরে উঠেছে।
 
সূত্র: এনডিটিভি
ট্যাগ্সসমূহ: করোনা ، চীন ، দেশ ، ভাইরাক ، নগরী ، ইকনা
captcha