IQNA

ইউক্রেইন ন্যাটো ভুক্ত হলে রাশিয়ার পশ্চিম সীমান্ত সম্পূর্ণ পরিবেষ্টিত করে ফেলত + ভিডিও

20:44 - March 22, 2022
সংবাদ: 3471591
তেহরান (ইকনা): স্যামুয়েল হান্টিংটনের দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশনস তত্ত্বের ভিত্তিতে অনুপ্রাণিত হয়ে ন্যাটো এশিয়ার দিকে অর্থাৎ পূর্ব মুখী যে অগ্রযাত্রা শুরু করেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর তা যে থামিয়ে দিয়েছে ইরান তা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভৌগলিক ভাবে ইরান , রাশিয়া ও চীনকে পরস্পর বিচ্ছিন্ন করার প্রক্রিয়াও যে এর ফলে  মুখ থুবড়ে পড়ে গেছে তা এই ভিডিও ক্লিপে আলোচনা করা হয়েছে।

ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আফগানিস্তান ও পাকিস্তানকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটাও ব্যর্থ করে দিয়েছে যারফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট গত বছর ( ২০২১ সালের আগষ্ট মাসে ) আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয় এবং এভাবে মধ্য এশিয়াকেও ( উযবেকিস্তান , কিরঘিযিয়া , তাজীকিস্তান , তুর্কমেনিস্তান ও কাযাখিস্তান )  ন্যাটোর অন্তর্ভুক্ত করণ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে ।

তুরস্কের মাধ্যমে ককেশাস অঞ্চলকে ( আযারবাইজান প্রজাতন্ত্র, আর্মেনিয়া ও জর্জিয়া) ন্যাটোর অন্তর্ভুক্ত করণ এবং ইরান ও রাশিয়াকে কাস্পিয়ান সাগরীয় অঞ্চলের দিক থেকে ভৌগলিক ভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়াও ইরান বাস্তবায়িত হতে দেয় নি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনকে ন্যাটো জোট ভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত থেকেছে এবং এ কারণেই বর্তমান রাশিয়া ইউক্রেন সংকট ও সংঘর্ষের উদ্ভব যার মূলে রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র । ইউক্রেইন ন্যাটো জোট ভুক্ত হয়ে গেলে রাশিয়াকে তার পশ্চিম সীমান্তে সম্পূর্ণ পরিবেষ্টিত করে ফেলত ন্যাটো ।

ন্যাটোর পূর্ব মুখী যাত্রা অর্থাৎ এশিয়ার কেন্দ্রস্থলের দিকে ধেয়ে আসা সংক্রান্ত মার্কিন পরিকল্পনা ও নীল নকশা যে ইরান বাস্তবায়িত হতে দেয় নি সে সংক্রান্ত তথ্য হয়তো সামনের দশক গুলোতে প্রকাশিত হতে পারে ।

----- আর এ বিষয়গুলোই এই ভিডিও ক্লিপে আলোচনা করেছেন ইরানের অন্যতম স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ ড: হাসান আব্বাসী ।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

 

captcha