IQNA

নতুন বছরে আমেরিকাকে আরও পরাজয়ের স্বাদ আস্বাদন করাবে ইরান: আয়াতুল্লাহ খাতামি

15:15 - March 24, 2022
সংবাদ: 3471609
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফার্সি নতুন বছরেও আমেরিকা নতুন নতুন পরাজয়ের সম্মুখীন হবে।

ইরানের পক্ষ থেকে এসব লজ্জাজনক পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে বলে তিনি জানান। পার্সটুডে
 
আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। গত ২১ মার্চ থেকে ইরানে ফার্সি নতুন বছর ১৪০১ শুরু হয়েছে। নতুন ফার্সি বছরে এটিই ছিল প্রথম জুমার নামাজ।
 
ইরানের প্রভাবশালী এই আলেম আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ বছরের শুভেচ্ছা বাণীতেও অর্থনৈতিক বিষয়াদির ওপর জোর দিয়েছেন। নতুন বছরের যে শ্লোগান নির্ধারণ করেছেন তাতে বিজ্ঞান ভিত্তিক ও কর্মসংস্থান সৃজনকারী উৎপাদনের কথা বলেছেন। এটা অত্যন্ত মৌলিক বিষয়।
 
এর কারণ হিসেবে আয়াতুল্লাহ খাতামি বলেন, শত্রুরা এই উপায়ে আঘাত হানতে চায়। কিন্তু শত্রুরা এ ক্ষেত্রেও ব্যর্থ হবে যেমনিভাবে ইসলামের প্রাথমিক যুগে ব্যর্থ হয়েছিল। iqna
captcha