
খাঁটি মুহাম্মদী ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রূপকার ইমাম জা’ফর আস সাদিক্ব (আ.) ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য। বক্তব্যের সত্যতার কারণে তিনি "সাদিক্ব" বা সত্যবাদী নামে খ্যাত হন। তিনি ছিলেন আহলে বাইতের ষষ্ঠ ইমাম। তাঁর মায়ের নাম ছিল উম্মে ফারওয়াহ ফাতিমা। তাঁর যুগে তদানীন্তন ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক উমাইয়া শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে এবং এসবের ফলে কথিত উমাইয়া খেলাফত বা রাজতন্ত্রের পতন ঘটে।
ইমাম সাদিক্ব ( আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর এক অনুসারীকে লেখা একটি নীচে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তোমার দ্বীনী ভাইকে সন্তুষ্ট ও খুশী করো তাহলে মহান আল্লাহও তোমাকে সন্তুষ্ট ও খুশী করবেন ।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ . سُرَّ أَخَاکَ یَسُرُّکَ اللّٰهُ .
দ্র : আল্ - ওয়াসায়েল , খ : ১৬ , পৃ : ৩৫৩
ইমাম সাদিক্ব (আ) : যে ব্যক্তি স্বীয় মুমিন ভাইকে নরম মিষ্টি মধুর আনন্দদানকারী ( বিষন্নতা দূরকারী ) কথা বলার মাধ্যমে সম্মানিত অথবা তার প্রয়োজন পূরণ অথবা তার কষ্ট দূর করবে ( মহান আল্লাহর ) রহমত তার ওপর ব্যাপক ছায়া বিস্তার করে রাখবে।
مَنْ أَکْرَمَ أَخَاهُ الْمُؤْمِنَ بِکَلِمَةٍ یُلْطِفُهُ بِهَا أَوْ قَضَیٰ لَهُ حَاجَةً أَوْ فَرَّجَ عَنْهُ کُرْبَةً لَمْ یَزَلِ الرَّحْمَةُ ظِلّاً عَلَیْهِ مَمْدُوْدَاً
(দ্র: শেখ সাদূক্ব্ প্রণীত ইলালুশ শারায়ে' খ: ৪ )
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান