IQNA

হজের ছবিসহ মুস্তাফা ইসমাইলের আযান + ভিডিও

12:12 - July 02, 2022
সংবাদ: 3472074
তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি মরহুম মুস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর আযানের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হজ যাত্রীদের তওয়াফের ছবির সাথে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে।

শেখ মুস্তফা ইসমাইল নামে প্রসিদ্ধ মুস্তফা মোহাম্মদ মুরসি ইব্রাহিম ইসমাইল, ১৯০৫ সালের ১৭ই জুনে জন্মগ্রহণ করেন এবং  ১৯৭৮ সালের ২৬শে ডিসেম্বর ইহকাল ত্যাগ করেন।
মুস্তফা ইসমাইলকে আকবরুল কুরয়া নামেও ডাকা হতো এবং অনেক তিলাওয়াত বিশেষজ্ঞের বিশ্বাস করেন যে, এই মিশরীয় ক্বারির মৃত্যুর সাথে সাথে মিশরের তিলাওয়াতকারীদের স্বর্ণযুগের অবসান হয়েছে। iqna

 

 

captcha