IQNA

মিনার দিকে ১০ লাখ হজযাত্রীর গমনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু + ছবি

16:55 - July 07, 2022
সংবাদ: 3472102
তেহরান (ইকনা):  আজ বৃহস্পতিবার ৮ম জ্বিলহজ  (সৌদি ক্যালেন্ডার অনুযায়ী) এবং "ইয়ুম আল-তারুইয়াহ"। খোদার ঘরের জিয়ারতকারীগণ ইহরাম পরিধান করে পবিত্র কাবা প্রদক্ষিণ শেষে আগামীকাল আরাফাতের ময়দানে ওয়াকফের জন্য নিজেদের প্রস্তুত করতে আজ সকালে মাশায়েরা উদ্দেশে রওনা হয়েছেন।
সৌদি আরবে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি ১০ লাখ মুসলিম অংশ নিয়েছেন। মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়েছেন। কারণ সেখানের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
বৃহস্পতিবার (৭ জুলাই) হজযাত্রীরা মিনার উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন। গ্রান্ড মসজিদ থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। আরাফাতের ময়দানে প্রধান আনুষ্ঠানিকতা সামনে রেখে তারা সেখানে হাজির হচ্ছেন।
 
মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ পালনের সূচনা হয়, যা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে।
 
এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের চিকিৎসা ও নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় ২৩টি হাসপাতাল ও ১৪৭টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রেখেছে।
 
বৈশ্বিক মহামারির কারণে দুই বছর পর এবার বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনার বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় বেশিরভাগ হাজি মাস্কবিহীন অবস্থায় হজ কার্যক্রমে যোগ দিয়েছেন। মিনায় পৌঁছে হজযাত্রীরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন হজযাত্রীরা। iqna
 

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

 

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

 

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

 

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

مناسک حج تممع با حرکت 1 میلیون زائر به سمت منا آغاز شد/آماده

 

 
captcha