IQNA

এরদোগানকে সর্বোচ্চ নেতা:

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি হামলায় লাভবান হবে সন্ত্রাসীরা

19:53 - July 19, 2022
সংবাদ: 3472148
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক হামলা সিরিয়া ও তুরস্কসহ গোটা অঞ্চলের জন্য ক্ষতি বয়ে আনবে এবং তা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে। সিরিয়ার পক্ষ থেকে যে রাজনৈতিক পদক্ষেপ প্রত্যাশা করছে তুরস্ক সেটাও পূরণ হবে না।
আজ (মঙ্গলবার) তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
 
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, সন্ত্রাসবাদের মোকাবেলা অবশ্যই করতে হবে, তবে উত্তর সিরিয়ায় সামরিক হামলা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে। সন্ত্রাসীরা একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার অনুরোধে আমরা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে সহযোগিতা করব।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মুসলিম জাতির সম্মান ও মর্যাদা নির্ভর করছে মতপার্থক্য কাটিয়ে ওঠা এবং বিভেদ সৃষ্টিকারী নীতির বিষয়ে সতর্ক থাকার ওপর। আঞ্চলিক বিভেদ ও শত্রুতার ক্ষেত্রে যেসব উপাদান কাজ করছে তার একটি হলো দখলদার ইসরাইল, এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা।
 
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। কিছু সরকার ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে আগ্রহী হলেও জনগণ পুরোপুরি এই দখলদারদের বিরোধী। ইহুদিবাদী ইসরাইল বা আমেরিকা ফিলিস্তিনিদের গভীর আন্দোলনকে ঠেকাতে পারবে না এবং চূড়ান্তভাবে তা ফিলিস্তিনিদের স্বার্থ নিশ্চিত করবে।
 
 
তুর্কি প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, 'আমরা তুরস্কের নিরাপত্তাকে আমাদের নিজেদের নিরাপত্তা বলে মনে করি। আপনারাও সিরিয়ার নিরাপত্তাকে আপনাদের নিজেদের নিরাপত্তা হিসেবে গণ্য করুন। আলোচনার মাধ্যমেই সিরিয়া সমস্যার সমাধান করতে হবে। ইরান, তুরস্ক, সিরিয়া ও রাশিয়া আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুক।'
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, কারাবাখ আজারবাইজানের কাছে ফিরে আসায় আমরা খুশি। তবে ইরান-আর্মেনিয়া সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা থাকলে ইসলামী ইরান এর বিরোধিতা করবে। এর কারণ হলো কয়েক হাজার বছর ধরে এই সীমান্ত যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
তুর্কি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সব সময় তুরস্কের অভ্যন্তরীণ ইস্যুতে এবং অন্যদের হস্তক্ষেপের মোকাবেলা তুর্কি সরকারের সমর্থন দিয়েছি। আপনিও যেমনটি বলেছেন আমরা কঠিন সময়ের বন্ধু। তুরস্কের মুসলিম জাতির জন্য দোয়া করি। 4071896

 

captcha