
ইয়েমেনের আনসারুল্লাহর হাই পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মুহাম্মদ আলী আল-হুথি ইয়েমেনে ইসরাইলের হামলা সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদন অস্বীকার করেছেন।
ইয়েমেনের আনসারুল্লাহর সুপ্রীম পলিটিক্যাল কাউন্সিলের এই সদস্য বলেছেন: ইয়েমেনে ইসরাইলের হামলা সম্পর্কে মিডিয়াতে যে খবর প্রকাশ করেছে তা মিথ্যা। ইসরাইল ইয়েমেনে আক্রমণ করেনি এবং এই বিষয়ে কিছু সাইট ভিত্তিহীন খবর প্রকাশ করেছে যার কোন সত্যতা নেই।
তিনি আরও যোগ করেছেন: আমরা চেয়েছিলাম এবং আশা করেছিলাম যে সরাসরি ইসরাইলের সাথে আমাদের যুদ্ধ হোক; যে বৃহৎ যুদ্ধের জন্য ইয়েমেনের জনগণ এবং ইসলামী উম্মাহর দেশগুলোকে একত্রিত করতে হবে, তা হলো আল-আকসা মসজিদের মুক্তির যুদ্ধ। 4081205