IQNA

ছবি এবং ভিডিও | আরবাইনের প্রাক্কালে ইমাম হুসাইন (আ.)এর মাযার

20:10 - September 17, 2022
সংবাদ: 3472481
তেহরান (ইকনা): আরবাইনের রাত ও দিনে কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর কোটি কোটি অনুরাগীদের উপস্থিতি বিশ্ববাসীকে বিস্মিত করেছে। 

আরবাইন তথা চল্লিশা উপলক্ষে শহীদের নেতা ইমাম হুসাইন (আ.) ও আলমদার হযরত আব্বাস (আ.)কে শোকা ও সমবেদনা জানতে এবং শোকানুষ্ঠান পালনের জন্য ইরাক ও ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই কোটির ঊর্ধ্বে নবী করিম (সা.)এর আহলে বাইত (আ.)এর অনুসারীগণ উপস্থিত হয়েছেন।
ইরাকি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০টি দেশ থেকে ২ কোটিরও বেশি জিয়ারতকারী এই বছর আরবাইনের পদযাত্রা এবং শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন।4086068
 
 
 
 
 
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha