IQNA

‘বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

0:04 - September 24, 2022
সংবাদ: 3472521
তেহরান (ইকনা): দেশের প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ধর্ম বিভাগে কর্মরত লেখক, সম্পাদক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।
গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) রাতে রাজধানীর পল্টনের ওয়েস্টান রেস্টুুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কমিটি গঠিত হয়। এতে দেশের শীর্ষ জাতীয় দৈনিকের ধর্ম বিভাগের লেখক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।
 
সভায় জাতীয় দৈনিকে ধর্ম বিষয়ে আলেম সাংবাদিকদের অবদান ও তাদের উন্নতি-অগ্রগতি বিষয়ে কথা বলেন বক্তারা।
 
 
এ ছাড়া আলেম লেখক ও সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিতকরণসহ তাদের সামাজিক মর্যাদা ও অধিকার আদায়ের কথা ফুটে ওঠে আলোচনায়।
 
অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সহসম্পাদক মাওলানা তোফায়েল গাজালিকে সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক মুফতি মুহাম্মদ মর্তুজা এবং দৈনিক ইত্তেফাকের সহসম্পাদক ফয়জুল ইসলামকে সহসভাপতি করে ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কালের কণ্ঠ

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha