IQNA

শেখ ঈসা কাসিম: নির্বাচন বর্জন করা বাহরাইনের জনগণের কর্তব্য

16:24 - November 12, 2022
সংবাদ: 3472809
তেহরান (ইকনা): বাহরাইনের শিয়া আলেম শেখ ঈসা কাসিম বলেছেন, "এদেশের সংসদ নির্বাচন বর্জন করা বাহরাইনের নাগরিকদের কর্তব্য এবং যেকোনো উপায়ে নির্বাচনে অংশগ্রহণের অর্থ আল-খলিফা সরকারের নিপীড়নমূলক নীতি নিশ্চিত করা"।
বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম দেশের জাতীয় সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচনে অংশগ্রহণ বিশ্বাসঘাতকতা বলে গণ্য হবে। বাহরাইনে আজ ১২ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
 
তিনি গতকাল (শুক্রবার) আঞ্চলিক কিছু টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "এই নির্বাচন বয়কট করা বাহরাইনের নাগরিকদের দায়িত্ব এবং নির্বাচনে অংশগ্রহণ হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।"
 
তিনি সুস্পষ্ট করে বলেন, “বাহরাইনের জাতীয় সংসদ শাসকদের পক্ষে কাজ করে এবং দেশের জনগণকে ভুল পথে পরিচালিত করে।” এই সংসদ জনগণের ওপর নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় বলেও তিনি মন্তব্য করেন।
 
এর আগের দিন বৃহস্পতিবার এক টুইটার পোস্টে বলেন, “ভাওতাবাজির এই নির্বাচনের অর্থ হচ্ছে গণতন্ত্রকে জবাই করা।”
 
আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম বলেন, দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে জনগণের কোনো মতামত প্রতিফলিত হয় না কারণ বেশিরভাগই রাজনৈতিক দলকে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়েছে।
 
তিনি প্রশ্ন করেন, যেখানে গণতন্ত্র ধ্বংসের জন্য এই নির্বাচনের আয়োজন সেখানে কিভাবে আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে?
 
শেখ ঈসা কাসিম বলেন: "সত্য কথা বলার আসন্ন সমাবেশে কোন স্থান নেই এবং এই সমাবেশে যোগ্যতার অভাব রয়েছে।" যারা নির্বাচনে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় তারা আসলে শাসনের সমর্থক। তিনি যোগ করেছেন: বাহরাইন সরকার ইসরায়েলে একটি ভোট কেন্দ্র খুলেছে। 4098732
captcha