IQNA

বিয়ে বাড়িতে বড়ের কুরআন তিলাওয়াতে সকলে মুগ্ধ + ভিডিও

0:01 - November 19, 2022
সংবাদ: 3472840
তেহরান (ইকনা): সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা নব দম্পতির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

প্রকাশিত ভিডিওয় দেখা যায় যে, বিয়ের অনুষ্ঠানে নতুন বড় সূরা রূমের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন। নতুন বড়ের মনোমুগ্ধকর এই ভিডিওটি সামাজিক মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
নতুন বড় মূলত দৃষ্টি প্রতিবন্ধী। এসত্ত্বেও তিনি উপস্থিত সকলের সম্মুখে এতো সুন্দর ভাবে কুরআন তিলাওয়াত করেছেন যে সকলে অবাক হয়েছে গিয়েছে।
ভিডিও প্রকাশের পর, কিছু লোক এই যুবক দম্পতিকে অভিনন্দন জানিয়ে ঘোষণা করেছে যে সবচেয়ে সুন্দর জিনিসটি হল বর পবিত্র কুরআনের আয়াত পাঠ করে জীবন শুরু করেছেন। 4100353

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha