IQNA

কাতার বিশ্বকাপ উপলক্ষে যোগাযোগের ই-বুক

0:01 - November 19, 2022
সংবাদ: 3472842
তেহরান (ইকনা): আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২। সারা বিশ্ব থেকে আসা ভক্ত-দর্শকদের কাছে ইসলামের সঠিক তথ্য তুলে দিতে নানা উদ্যোগ নিয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ কাতার। আরবি ভাষাপ্রধান দেশটিতে আরবি ভাষায় দৈনন্দিন যোগাযোগের জন্য ই-বুক প্রকাশ করেছে দেশটির আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অধিভুক্ত আবদুল্লাহ বিন জায়েদ আলে মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার।
‘দ্য কুইক স্টার্ট গাইড টু স্পোকেন অ্যারাবিক’ নামে ৮৪ পৃষ্ঠার বইটি ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় তৈরি করা হয়।
 
সেলফ স্টাডির উপযোগী করে প্রাথমিক আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে বইটি। তা বিকল্প পদ্ধতিতে এমনভাবে সাজানো হয়েছে যে বিকল্প পদ্ধতিতে আরবি অক্ষর চেনা ছাড়াই প্রয়োজনীয় আরবি শব্দ শিখতে পারবে।
অনেকে অল্প সময়ে শিখতে চায় এবং ব্যতিক্রমী আরবি ভাষার অক্ষরগুলো পড়তে ও লিখতে গিয়ে কঠিন মনে করে। এ সমস্যার বিকল্প সমাধান হতে পারে এ বই। কেননা এতে প্রতিবর্ণায়ন (Transliteration) পদ্ধতিতে আরবি অক্ষরগুলো ইংরেজি বর্ণে লেখা হয়েছে। দৈনন্দিন জীবনের কথোপকথনে বহুল ব্যবহূত আধুনিক স্ট্যান্ডার্ড আরবি শব্দগুলো নির্বাচন করা হয়েছে। এই বইয়ে একটি অর্থ বোঝাতে একাধিক শব্দ ব্যবহার করা হয়নি, যা আরব জাতির বিশেষ বৈশিষ্ট্য। তবে বহুল প্রচলিত অনেক অ-আরবি শব্দ এর অন্তর্ভুক্ত রয়েছে।
 
২১টি অধ্যায়ে দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় শব্দগুলো শেখা যাবে। এতে অভিবাদন-শুভেচ্ছা, আরবি সর্বনাম, সাধারণ অব্যয়, পরিচিতি পর্ব, আরবি সংখ্যা, অতিথি আপ্যায়ন, সময় ও ঘণ্টা, সর্বনাম, বার সপ্তাহ ও মাস, দিক ও দূরত্ব, সম্বন্ধসূচক বিশেষণ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ক্রিয়া ও এর সংযোজন, রং, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ এবং পরিবারের সদস্যবিষয়ক শব্দগুলো তুলে ধরা হয়।
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha