IQNA

হিজাব ইস্যুতে ইত্তেফাকের জবাবে ধর্মীয় গবেষক

10:18 - November 30, 2022
সংবাদ: 3472906
ফ্রান্সে ব্যাংক হিজাব পরিহিতা মহিলাকে পরিষেবা দেবে ? তাকে তো ব্যাংকেই ঢুকতে দেওয়া হবে না । স্কুলেও হিজাব পরিহিতা ছাত্রীকে ঢুকতে দেওয়া হয় না । আর ইত্তেফাকের মতো পত্রিকা সেই খবর গুলো প্রকাশ করে না । কেউ কেউ বলতে পারে যে ফ্রান্সে আইন করা হয়েছে যে স্কুল , কলেজ , শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং পাবলিক প্লেসে হিজাব নিষিদ্ধ ।

আইনত : নিষিদ্ধ হওয়ার জন্য কোন হিজাব পরিহিতা মহিলা ও সব জায়গায় গেলে তাকে ঢুকতে এবং কোন পরিষেবা দেওয়া হবে না । আর এটা একদম আইনসিদ্ধ ফ্রান্সে ।
অথচ এরা ইরানের ক্ষেত্রে বেমালুম ভুলে গেছে যে ইরানে পাবলিক প্লেস , অফিস আদালত , স্কুল কলেজ এবং উন্মুক্ত স্থান ও জনসমক্ষে হিজাব পরা ইরানী মহিলাদের জন্য রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বাধ্যতামূলক ( ওয়াজিব ফরয) । তাই হিজাব না করা মহিলাকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়াই তো বেআইনি এবং তাকে পরিষেবা দেওয়া অনুচিত। আর আইন অমান্য কারী অর্থাৎ বেহিজাব মহিলাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারকে বরখাস্ত করা বেআইনি নয় । যদি বলা হয় যে " হিজাব করা বা না করা ব্যক্তিগত অভিরুচি ও স্বাধীনতার বিষয় । তাই ইরানে হিজাব না পরা মহিলাকে ব্যাংকে প্রবেশে বাধা দেওয়া অনুচিত । "
তাহলে ঐ একই কথা তো ফ্রান্সের ক্ষেত্রেও এক সমান প্রযোজ্য । হিজাব পরা বা না পরা একান্ত ব্যক্তিগত বিষয় । যে কোনো মহিলার স্বাধীনতা রয়েছে এ ক্ষেত্রে। তাহলে কেন স্বেচ্ছায় হিজাব
পরিহিতা মহিলাকে অফিস আদালতে স্কুল কলেজে হাজির হতে বাধা দেয় ফরাসী সরকার ?! এতে করে কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে না ? কৈ পাশ্চাত্য ও প্রাচ্যের কোন সংবাদ পত্র ও মাধ্যম এ ব্যাপারে নিন্দা (কন্ডেম ) করছে না । হিজাব না পরা ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতার বিষয় হতে পারে অথচ স্বেচ্ছায় হিজাব পরা সে দেশেই ব্যক্তি স্বাধীনতার বিষয় বলে গণ্য হবে না ! এটা কেমন কথা ? এটা কি জংলী আইন ও প্রথা নয় ? এটা কি পাশ্চাত্যের নীতিগত স্ববিরোধিতা নয় ?
এ ব্যাপারে কেউ কথা বলছে না এবং আপত্তিও জানাচ্ছে না । ইত্তেফাকের মতো পত্রিকা ও মাধ্যমগুলো তো এ ব্যাপারে ফ্রান্সকে কন্ডেম করবে না । কিন্তু ইরানের ক্ষেত্রে এ সব পত্রিকা ওদের প্রভু পাশ্চাত্যের মতো ঠিকই বেহুদা চেচাতে থাকবে ।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
 
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha