IQNA

কোভিড -১৯ ভাইরাস কি মার্কিন যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র?

21:28 - March 03, 2023
সংবাদ: 3473418
তেহরান (ইকনা):কোভিড -১৯ ভাইরাস কি পাশ্চাত্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র ( বায়ো উইপোন )?  " খুব সম্ভবত : চীনের ল্যাবরেটরী থেকে বাইরে ছড়িয়ে পড়াটাই কোভিড ১৯ মহামারীর উৎস্য হতে পারে।
কোভিড -১৯ ভাইরাস কি পাশ্চাত্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র ( বায়ো উইপোন )?  " খুব সম্ভবত : চীনের ল্যাবরেটরী থেকে বাইরে ছড়িয়ে পড়াটাই কোভিড ১৯ মহামারীর উৎস্য হতে পারে। " ---- এনার্জি ডিপার্টমেন্ট  । ওয়াল স্ট্রিট জার্নাল If Covid-19 Came From Wuhan Lab, It Wasn’t Engineered, U.S. Spy Agencies Say - WSJ
https://www.wsj.com/articles/wuhan-lab-workers-were-likely-unaware-of-covid-19-virus-before-pandemic-u-s-spy-agencies-say-1163554366
যদি কোভিড ১৯ উহান ল্যাব থেকে বের হয়ে থাকে তাহলে এটা উদ্ভাবনকৃত ছিল না ( অর্থাৎ তা ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভাবিত ও তৈরি করা হয় নি । ) ---- মার্কিন গোয়েন্দা এজেন্সি । সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল 
Questions over the origins of the virus that sparked the Covid-19 pandemic have resurfaced a debate over a controversial type of research that can involve altering the genetic information of viruses. WSJ’s Daniela Hernandez explains gain of function. Illustration: Sebastian Vega
 
The declassified 17-page report from the Office of the Director of National Intelligence, expanding on a brief summary released in August, found that without more information from China, U.S. government analysts cannot determine whether the global pandemic emerged when the virus passed to humans from an animal, or from a laboratory accident.
ভাইরাস সমূহের বংশানুর তথ্য পরিবর্তনকারী বিতর্কিত গবেষণা নিয়ে কোভিড ১৯ মহামারীর ভাইরাসের উদ্ভব ও উৎপত্তিস্থলসমূহ সংক্রান্ত প্রশ্নাবলী আবার নতুন করে উত্থাপিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের ড্যানিয়েলা হের্নান্দেয্ গেইন অব ফাংশনের একটা ব্যাখা দিয়েছেন । আগস্ট মাসে প্রকাশিত জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের ১৭পৃষ্ঠার ডিক্লাসিফাইড প্রতিবেদন থেকে স্পষ্ট হয়ে গেছে যে চীন থেকে আরো বেশি তথ্য পাওয়া না গেলে মার্কিন সরকারী বিশ্লষকগণ নিশ্চিত হতে পারবেন না যে বিশ্বব্যাপী করোনা মহামারীর ভাইরাস কি প্রাণী থেকে মানুষের দেহে সরাসরি সংক্রমণ ঘটিয়েছে নাকি তা কোনো ল্যাবরেটরী দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়েছে ?!!!
Fauci says Rand Paul 'egregiously incorrect' about gain of function research
ফাওচি বলেন : র্্যান্ড পলগেইন অব ফাংশন রিসার্চের ব্যাপারে  জঘন্যভাবে ভুল ও ত্রুটিপূর্ণ অবস্থানে আছেন।
https://www.cnbc.com/2021/11/04/fauci-says-rand-paul-egregiously-incorrect-about-gain-of-function-research.htm
Fauci shouts at Rand Paul about COVID-19 origin at Senate hearing
সিনেটে শুনানি চলাকালে ফাওচি কোভিড ১৯এর  উৎস্য সম্পর্কে র্্যান্ড পলের ওপর চেঁচিয়ে উঠেন ।
https://www.usatoday.com/story/news/politics/2021/07/20/anthony-fauci-rand-paul-covid-origins/8027390002/
ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য সংবাদ মাধ্যমের এ সব রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ব্যবস্থা যদি ভাইরাস , ব্যাক্টেরিয়া ও অণুজীব নিয়ে এ ধরনের অপ্রয়োজনীয় মারাত্মক ভয়ঙ্কর বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কোভিড -১৯ এর মতো বিভিন্ন ধরনের ভয়াবহ মহামারীর প্রাদুর্ভাব ঘটাতে থাকে তাহলে প্রাণীকুল বিশেষ করে মানব জাতিই তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে বৈজ্ঞানিক ও সম্ভাবনা তত্ত্বের আলোকে !
 
রিপোর্টে প্রকাশ : Covid 19 virus আক্রান্ত প্রাণী দেহ থেকে অথবা ল্যাব দুর্ঘটনায় ‌ মানুষের দেহে প্রবেশ করে কোভিড মহামারীর প্রাদুর্ভাব ঘটিয়ে থাকবে !!
 
রিপাবলিক্যান সিনেটর র্্যান্ড পল ড: ফাওচিকে উহান ল্যাবরেটরির গোপন করোনা রিসার্চ প্রোজেক্ট ফান্ডিং করার ব্যাপারে অভিযুক্ত করে । সার্স ইত্যাদি ভাইরাস জনিত ভবিষ্যত ভাইরাস সংক্রমণ ও সংক্রামক রোগ বোঝা ও এর প্রতিষেধক টিকা ও ওষুধ আবিষ্কার করার জন্য করোনা ভাইরাসকে সংক্রামক ধর্মী ও ছোঁয়াচে করে তোলার বৈজ্ঞানিক পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনা ক্রমে মানব দেহ সংক্রমিত করে ফেলে এবং এরপর বিশ্বব্যাপী কোভিড ১৯  মহামারী শুরু হয় । " বিশ্ব ব্যাপী ও মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড - ১৯ মহামারী আসলে নির্বাচনে ট্রাম্পকে হারানোর লক্ষ্যে ডেমোক্র্যাট - বহুজাতিক ওষুধ নির্মাতা কোম্পানি সমূহের যৌথ ষড়যন্ত্রের ফল " --- নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে বাইডেনের প্রতি ট্রাম্পের এ উক্তির সত্য হওয়ার সম্ভাবনা জোরদার হয় এ ধরনের প্রতিবেদন ও খবর থেকে। অনেকেই বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্রই এ ভাবে গোপনে চীনের উহানে কোভিড ১৯ রোগ জীবাণু ছড়িয়ে দিয়ে করোনা মহামারীর প্রাদুর্ভাব ঘটিয়েছিল এবং তা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল । আর ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈ বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র জীবাণু অস্ত্র ( বায়ো উইপোন ) হিসেবে করোনা মহামারীর প্রাদুর্ভাব ঘটানোর জন্য যে অভিযুক্ত আছে তা দু ' বার ব্যক্ত করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের তৈরি করোনা ভ্যাক্সিনেও তাঁর অনাস্থার কথা বলেছিলেন ।
 
আসলে কত যে এ ধরনের  অপ্রয়োজনীয় গোপন মারাত্মক বিপজ্জনক  বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পাশ্চাত্য তা চিন্তা করা যায় কি ? !!!! এটা তো আসলে শত্রুকে অযথা শুধু শুধু খুঁচিয়ে আক্রমণাত্মক ও মারমুখী করে তুলারই নামান্তর নয় কি ?!! বা ঘুমন্ত শত্রুকে জাগ্রত করা বা যে আদৌ শত্রু নয় তাকে অহেতুক দু:খ , যাতনা ও কষ্ট দিয়ে এবং তার সাথে দুর্ব্যবহার করে বা তার ওপর অত্যাচার করে তাকে ক্ষিপ্ত করে তোলা ও শত্রুতে পরিণত করা ।
 প্রতিষেধক টিকা ও ওষুধ আবিষ্কারের নামে যে সব নিরীহ অণুজীব মানুষের জন্য হুমকি নয় সেগুলোকে সংক্রামক ধর্মী ও ছোঁয়াচে করা কি আসলেই যুক্তিসংগত ? লক্ষ লক্ষ ধরণের অণুজীব আছে  যেগুলোর এক বিরাট অংশ পাশ্চাত্যের অযথা এ সব কৌতুহলী বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কারণেই ভবিষ্যতে মানুষের জন্য সংক্রামক ধর্মী ও ছোঁয়াচে হয়ে যাওয়ার দরুন ভয়ঙ্কর, ভয়াবহ ও মারাত্মক মহামারী সমূহের প্রাদুর্ভাব ঘটাতে পারে । এক কোভিড ১৯ এর মহামারী ঠেকাতেই সবার নাভিশ্বাস উঠেছে এবং বিশ্বের অবস্থা কাহিল । আর যদি এমন ভাবে শত শত অনুজীব ( micro organisms ) সংক্রামক ধর্মী ও ছোঁয়াচে হয়ে যায় তখন পরিস্থিতি কেমনে সামাল দেওয়া যাবে ?!! এমনো তো হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য ও কর্তৃত্ব দৃঢ় ও স্থায়ী করার লক্ষ্যে বিশ্বের জনসংখ্যা ব্যাপক হারে ও পরিমাণে হ্রাস কারী জীবাণু অস্ত্র ( বায়োউইপোন ) উৎপাদন ও তৈরির জন্য এ ধরনের সর্বনাশা পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে । কোভিড ১৯ ,  সার্স , মার্স , বার্ডস ফ্লু , নিপা , ইবোলা , এইডস ভাইরাস ইত্যাদি জীবাণু অস্ত্র ( বায়ো উইপোন )ও হতে পারে। আর এ ধরনের খবর ও রিপোর্ট থেকে কোভিড ১৯ এর বায়োউইপোন ( জীবাণু অস্ত্র ) হবার সম্ভাবনা আরো শক্তিশালী হয়েছে।
 
গেইন অব ফাংশন রিসার্চ [Gain of function research ( GoFR )] : গেইন অব ফাংশন রিসার্চ ঐ ধরনের মেডিক্যাল ( চিকিৎসা ও আরোগ্য বিষয়ক ) গবেষণা যা এমনভাবে একটি অণুজীবের জেনেটিক পরিবর্তন ঘটিয়ে দেয় যে এর ফলে জিন প্রোডাক্ট ( উৎপাদিত বংশানু পণ্য বা দ্রব্য ) সমূহের জৈবিক ক্রিয়া ও সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে । এ গবেষণার অন্তর্ভুক্ত হচ্ছে  পরিবর্তিত প্যাথোজেনেসিস ( রোগের উৎপত্তি, ক্রমবিকাশ , বৃদ্ধি ও অগ্রগতি) , সংক্রমণযোগ্যতা ও হোস্ট রেঞ্জ ( অর্থাৎ অণুজীব সমূহ যে সব হোস্টকে প্রভাবিত করতে পারে সেগুলোর পরিসীমা ) ইত্যাদি । বলা হয় যে ভবিষ্যত প্যান্ডেমিক ( মহামারী) সমূহের গতি প্রকৃতি , স্বরূপ ও প্রাদুর্ভাব বোঝা এবং সেগুলোর ভ্যাক্সিন এবং প্রতিষেধক টিকা ও ওষুধ আবিষ্কারের জন্যই এই গেইন অব ফাংশন রিসার্চ ( গবেষণা) চালান হয় । আর এটা ( গেইন অব ফাংশন রিসার্চ ) নিয়েই ডেমোক্র্যাট পন্থী ড: ফাওচি ও রিপাবলাক্যান সিনেটের র্্যান্ড পলের মধ্যে বসচা ও উত্তপ্ত তর্ক বিতর্ক হয়েছিল সিনেটে শুনানি চলাকালে। করোনা ভাইরাসের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পরিবর্তন ঘটানো সংক্রান্ত গোপন গবেষণাকে ড: ফাওচি GoFR বলে চালিয়ে দিয়েছে এবং সিনেটের র্্যান্ড পল এটাকে গোপন উদ্দেশ্যে মারাত্মক বিপজ্জনক অণুজৈবিক ও বংশানুগতিক গবেষণা বলে অভিহিত করেছেন যার ফল হচ্ছে বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রাদুর্ভাব ও মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু ও আক্রান্ত হওয়া । আর এ কারণেই হয়তো সিনেটের র্্যান্ড পল এবং আরো অনেকের দৃষ্টিতে কোভিড ১৯ সংক্রান্ত গোপন গেইন অব ফাংশন রিসার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ ও গোয়েন্দা নিরাপত্তা সংস্থা সমূহের গোপন জীবাণু অস্ত্র ( বায়োউইপোন ) কার্যক্রম এবং সেই সাথে মার্কিন রিপাবলিকান দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি ও বহুজাতিক ওষুধ কোম্পানি সমূহের যৌথ রাজনৈতিক চক্রান্ত এবং লাভজনক বাণিজ্যিক প্রোজেক্ট ও উদ্যোগ  বলে প্রতিভাত হয়েছে । স্মর্তব্য যে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে গোপন মার্কিন কারাগার ও বন্দিশালার( ডিটেনশন ক্যাম্প ) পাশাপাশি  মার্কিন সামরিক ও গোয়েন্দা বাহিনী পরিচালিত বিভিন্ন গোপন জীবাণু ও রাসায়নিক (অস্ত্র) গবেষণা কেন্দ্র রয়েছে। রাশিয়ার সীমান্তে ইউক্রেনে এ ধরনের বহু মার্কিন সামরিক জীবাণু গবেষণা কেন্দ্র খুঁজে পেয়েছে রুশ বাহিনী এবং রুশ কর্তৃপক্ষের ধারণা মতে কোভিড মহামারীর প্রাদুর্ভাব ও উৎপত্তি স্থল চীনের উহান নয় বরং ইউক্রেন হতে পারে । আর রাশিয়া , ইউরোপ ও ইরানে করোনা মহামারীর প্রাদুর্ভাব ও বিস্তার ঘটানো হয়ে থাকতে পারে ইউক্রেনস্থ 
 মার্কিন সামরিক বাহিনী পরিচালিত গোপন এ সব জীবাণু গবেষণা কেন্দ্র থেকে !!
মুহাম্মাদ আবদুর রহমান 

 

captcha