IQNA

গাজায় হামলার ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংক্ষিপ্ত খবর

0:00 - October 28, 2023
সংবাদ: 3474571
তেহরান (ইকনা): গাযায় হাসপাতাল সমূহে অ্যানেস্থেশিয়া ছাড়া রোগীদের ও আহতদের অপারেশন করা হচ্ছে। অপারেশন কালে পবিত্র কুরআন তেলাওয়াত করা হচ্ছে যাতে রোগী ও আহত অপারেশনের ব্যাথা সহ্য করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাত্মায়িন্নুল কুলূব ( তোমরা জেনে রাখ  যে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে ) ।

ইসরাইলী যুদ্ধ প্রচার ( ওয়ার প্রোপাগেশন) : তূফানুল আকসা অভিযানের ১৮ দিন পরেও কোনো সামরিক সাফল্য নেই।
 
إعلام الاحتلال : لا إنجاز عسکریاً بعد ۱۸ یوماً من المعرکة .
 
গাযায় হাসপাতাল সমূহে অ্যানেস্থেশিয়া ছাড়া রোগীদের ও আহতদের অপারেশন করা হচ্ছে। অপারেশন কালে পবিত্র কুরআন তেলাওয়াত করা হচ্ছে যাতে রোগী ও আহত অপারেশনের ব্যাথা সহ্য করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাত্মায়িন্নুল কুলূব ( তোমরা জেনে রাখ  যে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে ) ।
 
নুক্বদ্দিমুহূ আলা মাযবাহিল হুর্রীয়াহ্ ( نُقَدِّمُهُ عَلَیٰ مَذْبَحِ الْحُرِّیَّةِ ) :
গাযায়   নির্মম নিষ্ঠুর নির্দয় পাষাণ মানবাকৃতিতে হিংস্র পশু ইসরাইলের নির্বিচারে বেপরোয়া বোমাবর্ষণে এক সন্তান হারা পিতা তার শহীদ সন্তানের লাশ কোলে নিয়ে ফরিয়াদ করে বলছিল : নুক্বদ্দিমুহূ আলা মাযবাহিল হুর্রীয়াহ্ : " তাকে আমরা স্বাধীনতার বেদীতে উৎসর্গ ও কোরবানি করছি । " 
 
ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেঈ : ইসরাইল হচ্ছে একটা সন্ত্রাসী ঘাঁটি।
إسرائیل قاعدة إرهابیة .
অবসর প্রাপ্ত মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থার বলেন : কিছু দিন আগে ইসরাইলী বন্দীদের মুক্ত করতে গাযায় এক কমান্ডো অভিযান চালিয়ে ছিল কিন্তু তা প্রচুর লজ্জাকর ক্ষয়ক্ষতি সহ ব্যর্থ হয়েছে।
গত পরশু ইসরাইল আবারো গাযায় অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
توغل إسرائیل فاشل في غزة .
 
ইসরাইলী সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা ( অফিসার ) গাযায় নতুন করে ইসরাইলী সেনাবাহিনীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়া এবং ত্রয়োদশ ব্রিগেডের অধিকাংশ সৈন্যের নিহত ও নিখোঁজ হওয়ার কথা জোর গুরুত্ব দিয়ে বলছেন । ( আল - আলম টিভি চ্যানেল , শুক্রবার, ২৭-১০-২০২৩ )
 
ضابط کبیر في جیش الاحتلال الإسرائيلي یؤکّد فشل محاولة تسلل جدید لقطاع غزة و مقتل و فقدان معظم جنود الکتیبة ال ۱۳ .
 
গাযায় ইসরাইল জলে স্থলে অন্তরিক্ষে ব্যাপক আক্রমণ শুরু করেছে এবং ইসরাইল গাযার সাথে সকল ধরনের যোগাযোগ ( ইন্টারনেট, টেলিফোন) বিচ্ছিন্ন করে দিয়েছে। গাযা এখন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। 
 
ফিলিস্তিনি সূত্র সমূহ : গাযায় অভূতপূর্ব বোমাবর্ষণ ও গোলাবর্ষণ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য এখন জর্দান নদীর পশ্চিম তীর ও কুদসের ( জেরুজালেম ) সকল স্থান থেকে প্রতিবাদ মিছিল বের করার আহ্বান জানান হচ্ছে।
সংগ্রহ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
captcha