হাদিসের শুরুতে আল-সামাহাতু বিন মেহরান বলেন: ইমাম সাদিক (আ.)-এর সম্মুখে একদল লোক উপস্থিতি হয়েছে এবং সেখানে বুদ্ধি-অজ্ঞতা নিয়ে আলোচনা চলছিল। ইমাম সাদিক (আঃ) বলেছেন: প্রজ্ঞা ও তার বাহিনী এবং অজ্ঞতা ও তার বাহিনীকে জানো, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও।
আল-সামাহাতু বিন মেহরান বললেন: ইমাম সাদিক (আঃ) প্রথমে বুদ্ধিমত্তা এবং অজ্ঞতাকে সংজ্ঞায়িত করেন, তারপর তিনি 75টি বৈশিষ্ট্যকে বুদ্ধিমত্তার বাহিনী এবং বাকি 75টি বৈশিষ্ট্যকে অজ্ঞতার বাহিনী হিসেবে গণনা করেন। (সংক্ষিপ্ততার কারণে তা উল্লেখ করা হয়নি) এবং শেষে তিনি বলেন: নবী এবং তাদের অভিভাবক এবং প্রত্যেক সত্য বিশ্বাসী যুক্তির বাহিনী দিয়ে সজ্জিত।
* এই হাদীসটি কিতাব কাফীর প্রথম খন্ডে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে।
• আয়াতুল্লাহ মোহসেন কারায়াতির লেখা "গুনাহ পরিচিতি" বই থেকে সংগৃহিত