সূরা মারইয়ামের ৩৩ নম্বর আয়াত সম্পর্কে তাফসিরে আল বয়ানে বলা হয়েছে: সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে এবং ঈসা (আঃ) আদমের সমস্ত সন্তানদের থেকে আলাদাভাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একদিনে জন্মগ্রহণ করেছিলেন এবং ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের পর পৃথিবী ন্যায় ও ইনসাফে ভরে যাবে, অন্যায়ের শিকড় উপড়ে ফেলা হবে এবং ইমামগণের রাজয়াতের পর যখন পৃথিবীতে নেয়ামতে পরিপূর্ণ হবে, তখন হযরত ঈসা (আ.) প্রত্যাবর্তন করবেন।
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا ﴿۳۳﴾
এবং শান্তি আমার প্রতি যেদিন আমি জন্মগ্রহণ করেছি ও যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব।’