IQNA

আল-আরুরির হত্যার প্রতিবাদে হিজবুল্লাহর প্রথম প্রতিক্রিয়া + ভিডিও

20:16 - January 06, 2024
সংবাদ: 3474893
ইকনা: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, বৈরুতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের উপ-প্রধানের হত্যার প্রতিবাদে প্রথম প্রতিক্রিয়ায়, আজ সকালে উত্তর ইসরাইলের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটিতে ৬২টি রকেট নিক্ষেপ করেছে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা আজ (শনিবার) সকালে ইহুদিবাদী ইসরাইলের একটি নজরদারি ঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
 
দক্ষিণ লেবানন থেকে অধিকৃত অঞ্চলের দিকে কয়েক ডজন রকেট ছোড়ার পর, ইসরাইলের উত্তরাঞ্চলের ৯৪টি শহর ও উপ-শহরে বিপদের ঘণ্টা বেজে ওঠে।
 
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৮টা দশ মিনিটে তারা বিভিন্ন ধরনের ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘মিরন এয়ার স্যারভিলেন্স বেইজ’-এ হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
 
ইসরাইলের চ্যানেল ১২ ঘোষণা করেছে যে আজ সকালে, ১৬ই জানুয়ারী, গ্যালিলের সাফেদ এবং কারমেল সহ ৯৪টি শহর ও উপ-শহরে অ্যালার্ম বাজতে শোনা গিয়েছে।
 
এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে।
 
আল জাজিরার প্রতিবেদক যোগ করেছেন যে লেবানন থেকে ৬টি কর্নেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে, এই মিডিয়া যোগ করেছে যে ইসরাইলি সেনাবাহিনীর আর্টিলারি দক্ষিণ লেবাননের বিক্ষিপ্ত এলাকায় বোমাবর্ষণ করেছে।
 
লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি ও তার সহযোগীদের গুপ্তহত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে।
 
হিজবুল্লাহ ব্যাখ্যা করেছে যে মিরন ঘাঁটিটি দখলকৃত অঞ্চলগুলির উত্তরে একমাত্র ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ এবং ফ্লাইট নিয়ন্ত্রণ কেন্দ্র যার প্রধান বিকল্প নেই।
 
গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরাইলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরাইলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদিবসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয়।
 
এদিকে জায়নিস্ট মিডিয়া আল -মায়াদিন জানিয়েছে, উত্তর আল -জালিল -এ হিজবুল্লাহ প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দখলকৃত অঞ্চলগুলির উত্তর সীমান্তের সকল এলাকায় বিপদ সাইরেন শোনা যায়।
 
আল -মায়াদিন এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৫টির অধিক বলে অনুমান করেছে। জায়নিস্ট মিডিয়া জানিয়েছে যে কিছু ক্ষেপণাস্ত্র সংবেদনশীল সামরিক কেন্দ্রের কাছে দখলকৃত অঞ্চলগুলির উত্তরে মিররন অঞ্চলে বিস্ফোরিত হয়েছে।
জায়নিস্ট মিডিয়ার মতে, হিজবুল্লাহ তার ড্রোনগুলির সাথে মিরনের পাহাড়ী অঞ্চলে একটি গুপ্তচর বেসকে লক্ষ্য করার চেষ্টা করেছেন।
captcha