IQNA

তুর্কি ফুটবল দল আন্তালিয়াসপোর থেকে ইসরাইলি খেলোয়াড় বহিষ্কার

14:58 - January 16, 2024
সংবাদ: 3474951
ইকনা: তুর্কি ফুটবল লিগে কর্মরত একজন ইসরাইলি খেলোয়াড়কে ইহুদিবাদী শাসনের প্রতি সমর্থন ঘোষণা করার পরে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তুরস্কের আশগাহ আন্তালিয়াস্পোর ঘোষণা করেছেন যে জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে আচরণের কারণে ইসরাইলীখেলোয়াড় সাগিভ জেহেনকেলকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গাজায় ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অনেক খেলোয়াড়ই নানা নিষেধাজ্ঞায় পড়েছেন। তবে তুরস্কে ঘটল অন্যরকম ঘটনা। ইসরাইলের পক্ষে সমর্থন জানিয়ে গ্রেফতার হয়েছেন তুরস্কের ক্লাব আন্তালিয়াসপোরের ইসরাইলী ফুটবলার সাগিভ জেহেনকেল।

২৮ বছর বয়সী সাগিভ ইসরাইল জাতীয় দলের ফুটবলার। তুরস্কের ঘরোয়া লিগে ট্রাজোসপরের বিপক্ষে ম্যাচে গোল করার পর উদযাপন করছিলেন তিনি। উদজাপনের এক পর্যায়ে ক্যামেরার দিকে নিজের হাত তুলে ধরেন। হাতে ছিল ইসরাইলের পতাকার সেই স্টার অফ ডেভিড, সাথে লেখা ছিল ১০০, অক্টোবর ৭। মূলত গতকাল ছিল গাজায় ইসরাইলের আগ্রাসনের ১০০তম দিন। ধারণা করা হচ্ছে, সাগিভ গাজায় ইসরাইলের বন্দিদের প্রতি সমর্থন জানিয়েই সেখানে চুমু খেয়েছেন।

এমন উদযাপন অনুমেয়ভাবেই ভালো চোখে দেখেনি তুরস্ক। ম্যাচের পর সাগিভকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে আন্তালিয়াসপোর সাময়িকভাবে বহিষ্কার করেছে তাকে। ক্লাব প্রেসিডেন্ট সমর্থকদের আশ্বাস দিয়েছেন, সাগিভের চুক্তি বাতিল করা হবে। সাগিভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন।

তবে সাগিভের বিরুদ্ধে এমন পদক্ষেপ মেনে নিতে পারছেন না ইসরাইলের ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখর তারা। আরও জানা গেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়াহুর কানেও গিয়েছে সাগিভের গ্রেফতারের খবর। ইসরাইলের পক্ষ থেকে চেষ্টা করে হচ্ছে সাগিভকে মুক্ত করে তাকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য।

শেষ পর্যন্ত সাগিভ মুক্তি পেয়ে মাঠে ফিরতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

captcha