IQNA

ইসলামী গবেষক;

ইরানের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের অপপ্রচার

20:03 - March 02, 2024
সংবাদ: 3475177
ইরানের জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহ তীব্র অপপ্রচার চালাচ্ছে এবং ইরানী জনগণকে ভোট দিতে অনুৎসাহিত করছে পশ্চিমা দেশগুলো থেকে ফার্সী ভাষায় ২০০ এর অধিক রেডিও ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে । 

আজ ১-৩-২০২৪ ইরানে জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এত অপপ্রচার ও প্রচারণা সত্ত্বেও ইরানী জনগণ স্বতঃস্ফূর্তভাবে  ভোটে অংশ গ্রহণ করছে ও ভোট দিচ্ছে।
এ বারের নির্বাচনে ইরানের জাতীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচার সংস্থা ২০০ টিভি চ্যানেল চালু করেছিল জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের সবার জন্য নির্বাচনী প্রচারের এক সমান সুযোগ দিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। সকল দল ও পার্টি তাদের পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারের এক সমান সুযোগ সুবিধা পেয়েছে এ সব টিভি চ্যানেলে । সংস্কারবাদী, মধ্যপন্থী, প্রিন্সিপালিস্ট ও স্বতন্ত্র সহ সবাই এই এক সমান সুযোগ সুবিধা পেয়েছে।
 এক সমান সুযোগ সুবিধা দেয়ার কারণে এবার নির্বাচনে নির্বাচনী প্রচার ও প্রচারণার জন্য পদপ্রার্থীদের অর্থব্যয় ( অর্থ অপচয় ) কম হয়েছে। আর এমনটা হলে ভবিষ্যতে  অনেক যোগ্য ব্যক্তই যাদের অর্থ শক্তি নেই তারা পদপ্রার্থী হতে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

ট্যাগ্সসমূহ: ইরান ، পশ্চিমা ، মুনীর ، নির্বাচন
captcha