IQNA

বিশ্বের ১০৩ কোটি মানুষ স্থূলকায়

 ১৭ বছরের মধ্যেই বিলুপ্ত হবে মানুষ, কেন বলছেন বিজ্ঞানীরা

20:07 - March 02, 2024
সংবাদ: 3475178
ইকনা: এখন ১০০০ বছর বা ১০০ বছর নয় মাত্র ১৭ বছরের মধ্যেই নাকি মানুষ বিলুপ্ত হয়ে যাবে !!!! এ কেমন কথা ? এ কেমন সর্বনাশা পশ্চিমা শিল্প ও প্রযুক্তি বিপ্লব যা মানব জাতিকে মাত্র এর আবির্ভাবের ( প্রাদুর্ভাব বলাই শ্রেয় ) মাত্র ৩৫০ বছরের মধ্যেই বিলুপ্ত করে ছাড়বে ?!!!
এখন ১০০০ বছর বা ১০০ বছর নয় মাত্র ১৭ বছরের মধ্যেই নাকি মানুষ বিলুপ্ত হয়ে যাবে !!!! এ কেমন কথা ? এ কেমন সর্বনাশা পশ্চিমা শিল্প ও প্রযুক্তি বিপ্লব যা মানব জাতিকে মাত্র এর আবির্ভাবের ( প্রাদুর্ভাব বলাই শ্রেয় ) মাত্র ৩৫০ বছরের মধ্যেই বিলুপ্ত করে ছাড়বে ?!!! এ ধরনের রাক্ষুসে ডাইনী ড্রাকুলা মার্কা অপকারী মানবজাতি বিলুপ্তকারী পশ্চিমা শিল্পায়ন ও প্রযুক্তি বিপ্লবের সার্থক কোনো মূল্য আছে কি ? কারণ হোমো সেপিয়েন ( বর্তমান মানব জাতি ) ৩০০০০০ বছর ধরে পশ্চিমাদের তথাকথিত শিল্পায়ন ও প্রযুক্তি বিপ্লব এবং বস্তুবাদী উন্নতি ছাড়াই পৃথিবীতে টিকে থাকতে পারল অথচ পশ্চিমা রেনেসাঁ পরবর্তী অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনের নেতৃত্বে শিল্প ও প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩৫০ বছরের মধ্যেই মানব জাতির বিলুপ্তি হবে !!! বরং এ শিল্প ও প্রযুক্তি বিপ্লব করে মানবজাতির আয়ুষ্কাল অন্তত ৩ মিলিয়ন ( ত্রিশ লাখ ) বছর হওয়া উচিত ছিল । সেখানে এখন ঐ পশ্চিমা বিজ্ঞানীরাই বলছে : মানবজাতি আর মাত্র ১৭ বছরের মধ্যে পৃথিবী থেকে চিরবিদায় নেবে !!! কত বড় দু:খ জনক ও সাংঘাতিক কথা !! 
এখন তাহলে এতসব বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক প্রগতি এবং শিল্পোন্নতির মূল্য কী দাঁড়াল ? এ সব ছাইপাশ আর মাকাল ফল ও অশ্ব ডিম্ব ( ঘোড়ার ডিম ) ছাড়া আর কিছু কি ? দুনিয়ার ওপর আধিপত্যকারী পশ্চিমা বস্তুবাদী ভোগবাদী সভ্যতা , সংস্কৃতি ও লাইফ স্টাইল এতটাই বাজে যে এর কুপ্রভাবে ৮০০ কোটি মানুষের মধ্য ১০৫ কোটি (অর্থাৎ এক অষ্টমাংশের বেশি ) স্থূলকায় হয়ে গেছে অর্থাৎ মুটিয়ে গেছে এবং এদের অনেকেই বিভিন্ন ধরনের রোগের ডিপোতে পরিণত হয়েছে।
    যে শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়নের ফলাফল এমন সর্বনাশা ও ভয়ঙ্কর  সেই শিল্প ও প্রযুক্তি বিপ্লব নিতান্তই মন্দ । অথচ বস্তুবাদী শিল্পোন্নত পাশ্চাত্য ও প্রাচ্য এই সর্বনাশা শিল্প ও প্রযুক্তি বিপ্লব নিয়ে খুবই গর্বিত!!! শিল্প ও প্রযুক্তিতে উন্নত পাশ্চাত্য ও প্রাচ্য দানবীয় রাক্ষুসে যান্ত্রিক শিল্প ও প্রযুক্তি বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃতি পরিবেশের ব্যাপক ধ্বংস সাধন করে মানব জাতির বিলুপ্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে যা তারা আর থামাতে পারছে না এবং কোনো দিন তা পারবেও না । এ মহা বিলুপ্তির হাত থেকে এবং কুফর , ধর্মহীনতা , বস্তুবাদ , অন্যায় , অবিচার , অত্যাচার , যুলুম , শোষণ ও বৈষম্য  থেকে মানব জাতিকে উদ্ধারের জন্য প্রয়োজন এমন এক স্বর্গীয় ঐশ্বরিক নেতার যাকে মুসলিম উম্মাহ প্রতিশ্রুত প্রতীক্ষিত ইমাম মাহদী  আল - মওঊদ আল - মুন্তাযার বলে বিশ্বাস করে এবং সমগ্র মুসলিম উম্মাহ বরং বিশ্ব মানবতা তাঁর আবির্ভাব ও আগমনের অপেক্ষায় রয়েছে। আমরা বিশ্বাস করি যে মহান ইমাম মাহদীর আবির্ভাব ও আগমনের মাধ্যমে মানব জাতির উন্নতি, প্রগতি ও বিকাশের নব স্বর্ণ যুগের সূচনা হবে। বস্তুবাদীদের খপ্পর থেকে ইমাম মাহদী (আ) মানবজাতি ও পৃথিবীকে উদ্ধার করবেন বলেই মানবজাতি ১৭ বছর বা ১০০ বছর বা ১০০০ বছরের মধ্যে ইনশাল্লাহ বিলুপ্ত হবে না । মানবজাতিকে পাশ্চাত্য ও প্রাচ্যের বস্তুবাদ এবং প্রকৃতি বিধ্বংসী দানবীয় রাক্ষুসে যান্ত্রিক এ শিল্প ও প্রযুক্তি থেকে সড়ে এসে প্রকৃতি বান্ধব শিল্প ও প্রযুক্তির দিকে রুজু করতে হবে।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
captcha